এক নজরে
WB College Admission 2025: গতকাল থেকেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য অনলাইন পোর্টাল চালু হয়ে গিয়েছে। ১৭ই জুন পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু অফিসিয়াল ভাবে উদ্বোধন করেন এই পোর্টালের। তারপর ১৮ই জুন অর্থাৎ গতকাল থেকে ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারছেন। ছাত্র-ছাত্রীদের জন্য এবার আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি কতজন ছাত্র-ছাত্রী ইতিমধ্যেই আবেদন জানিয়ে ফেলেছেন? কোন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি এই অনলাইন পোর্টালের মাধ্যমে হচ্ছে না? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি বিস্তারিতভাবে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
WB College Admission 2025
পশ্চিমবঙ্গ রাজ্যে গতকাল থেকেই অনলাইনে এডমিশন শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, অনলাইন পোর্টাল খোলার সাথে সাথেই ছাত্র-ছাত্রীদের বিপুল পরিমাণে সাড়া পাওয়া গিয়েছে। পোর্টাল চালু হওয়ার ২ ঘন্টার মধ্যে ৮০টির মতো আবেদন জমা পড়েছে বিভিন্ন কলেজে। সত্যি বলতে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর থেকে যথেষ্ট পরিমাণে চিন্তায় ছিলেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। কারণ রেজাল্ট বেরোনোর একমাস পেরিয়ে গেলেও কলেজে কবে ভর্তি হবেন, সেই নিয়ে কোন খবর পাওয়া যাচ্ছিল না। তবে এবারে স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে সকলের মুখে।
পশ্চিমবঙ্গ রাজ্যের এই কেন্দ্রীয় অনলাইন পোর্টাল ঘিরে ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীদের যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে। কলেজে ভর্তি হওয়া এবং উচ্চ শিক্ষার জন্য বিপুল পরিমাণে ছাত্রছাত্রী প্রতিবছর অপেক্ষা করে থাকেন। এবারে অবশেষে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের অপেক্ষার অবসান ঘটছে। ছাত্র-ছাত্রীদের জন্য জানিয়ে রাখি, অনলাইন মাধ্যমে নিজের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যেই ছাত্রছাত্রীরা রাজ্যের ৪৬০ টি কলেজে আবেদন জানাতে পারবে। এই পাশাপাশি নিজেদের পছন্দের বিষয় নিয়ে একজন পড়ুয়ার সর্বাধিক ২৫ টি কলেজে আবেদন জানাতে পারেন। সেন্ট্রাল অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে কোন রকম আবেদনমূল্য লাগবেনা।
কতদিন পর্যন্ত চলবে WB College Admission ?
গতকাল থেকে অর্থাৎ ১৮ই জুন ২০২৫ থেকে ১লা জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত ছাত্রছাত্রীরা অনলাইনে এই পোর্টালের মাধ্যমে একাধিক কলেজে আবেদন জানাতে পারবেন। সব মিলিয়ে দেশের মোট ১৭ টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ৪৬০ টি কলেজে আবেদনের সুযোগ রয়েছে ছাত্র-ছাত্রীদের কাছে। তবে বেশ কিছু কলেজে এই পোর্টালের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে পারবেন না।
কোন কোন বিশ্ববিদ্যালয় বা কলেজে আবেদন জানানো যাবে না ?
পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই অনলাইন পোর্টালের (WBCAP) মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে পারছেন না। এক্ষেত্রে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে যোগ্য ছাত্রছাত্রীদের এডমিশন নেওয়া হয়ে থাকে। এই কারণে রাজ্য সরকারের অনলাইন পোর্টালের মাধ্যমে প্রেসিডেন্টের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না ছাত্রছাত্রীরা। অপরদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে আলাদা ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আবেদন নেওয়া হচ্ছে।
স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
কোন কোন বিষয়ে ছাত্রছাত্রীরা আবেদন জানাচ্ছেন ?
গতকাল অনলাইন পোর্টাল খোলার সাথে সাথেই বিপুল পরিমাণে সাড়া পাওয়া গেছে ছাত্র-ছাত্রীদের থেকে। এতদিন পর্যন্ত যারা কলেজে ভর্তির (WB College Admission) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের এবার কলেজে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে, প্রথম দিন পোর্টাল খোলার পরে মাইক্রোবায়োলজি বিষয়ে আবেদন অধিক পরিমাণে দেখা গিয়েছে। প্রথম দুই ঘন্টায় মোট ৮০ জন ছাত্র ছাত্রীর মধ্যে ২০ জনই এই বিষয়ে আবেদন জানিয়েছেন। অপরদিকে বিবিএ বিষয়ে ১৩ জন আবেদন জানিয়েছেন এবং ইংরেজি বিষয়ে ১২ জন আবেদন জমা করেছেন।
কবে থেকে দ্বিতীয় দফার আবেদন শুরু হবে ?
প্রথম দফায় ১ লা জুলাই পর্যন্ত ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারবেন। এরপর ২ রা আগস্ট থেকে আবার দ্বিতীয় দফার আবেদন শুরু হবে। এই আবেদন চলবে সেপ্টেম্বর মাসের ১১ তারিখ পর্যন্ত।
পশ্চিমবঙ্গের Oasis Scholarship এ আবেদন শুরু-Apply Now
কবে থেকে কলেজের ক্লাস শুরু হবে ?
এই বছর কলেজের পাঠক্রম শুরু হওয়ার তারিখও ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজের এডমিশন (College Admission 2025) নিয়ে ভর্তি হবেন, তাদের ক্লাস আগস্ট মাসের ১ তারিখ থেকেই শুরু হয়ে যাবে।
এডমিশন পোর্টালের মাধ্যমে কীভাবে আবেদন জানাবেন ?
পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রীর ব্রাত্য বসুর একাধিক বক্তব্য থেকে সেন্ট্রাল এডমিশন পোর্টালে (https://wbcap.in) আবেদনের পদ্ধতি বিশদে জানা গিয়েছে। এক্ষেত্রে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের এডমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের কিছু তথ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর অত্যন্ত সহজেই ছাত্রছাত্রীরা তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওই পোর্টালে লগইন করে নিতে পারবেন। একবার লগইন হয়ে গেলে ছাত্র-ছাত্রীরা নিজেদের পছন্দমত বিষয়ে এবং কলেজ বাছাই করে আবেদনপত্র জমা করতে পারবেন। এক্ষেত্রে যেমন একটা ওয়েবসাইটের মাধ্যমে একাধিক কলেজে আবেদন জানানো যাবে, তেমনি কোনরকম ফিজিক্যাল কাউন্সেলিং ছাড়াই ভর্তির প্রক্রিয়া অনলাইনে বাড়িতে বসেই সম্পন্ন হয়ে যাবে। এমনকি আবেদনের শেষ সময়সীমা পর্যন্ত ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দের বিষয় এবং কলেজের তালিকা বদলে নিতে পারবেন।
প্রসঙ্গত, ছাত্র-ছাত্রীদের একাধিক সমস্যার সমাধানের উদ্দেশ্যে এই অনলাইন পোর্টালেই বীণা নামে একটি এআই নির্ভর চ্যাটবটকে সক্রিয় করা হয়েছে। এই চ্যাটবটের সাহায্যে ছাত্র-ছাত্রীরা নিজেদের সংশয়গুলি বুঝে নিতে পারবেন। লাইনে আবেদনের সময়সীমা শেষ হলে, একটি নির্দিষ্ট সময়ে সিস্টেম জেনারেটেড মেধাতালিকা প্রকাশিত হবে। এই অনলাইন পোর্টালের মাধ্যমেই সেই মেধা তালিকা ছাত্র-ছাত্রীরা দেখতে পারবেন এবং নিজেদের স্ট্যাটাস বুঝে নিতেও কোন অসুবিধা হবে না। মেধা তালিকা অনুসারে ছাত্র-ছাত্রীরা পরবর্তী সময়ে পছন্দের কলেজে ভর্তির টাকা জমা করে অনলাইনেই এডমিশন নিতে পারবেন।