শিক্ষার খবর

অভিনব উদ্যোগ! বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

Advertisement

এক অভিনব উদ্যোগ গ্রহণ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা (আইআইএম-সি.জোকা)-এর সঙ্গে যৌথ উদ্যোগে লিডারশিপ ম্যানেজমেন্টের উপরে দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচী শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। এই প্রশিক্ষণ কর্মসূচীতে নেতৃত্ব প্রদান ও ম্যানেজমেন্টের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষকদের।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ১৭ ও ১৮ জুন আয়োজিত হবে প্রথম ব্যাচের শিক্ষকদের লিডারশিপ ম্যানেজমেন্ট-এর ওপর প্রশিক্ষণ। এই কর্মসূচি আয়োজিত হবে জোকার আইআইএম-ক্যালকাটা ক্যাম্পাসে। প্রশিক্ষণ দেওয়া হবে স্কুলের প্রধান শিক্ষকদের। সম্প্রতি শুক্রবার এ নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুনঃ গরমের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের স্কুলগুলি

সংসদের তরফে খবর, সংসদের অধীনস্থ রাজ্যের প্রায় ২০০০ টি স্কুল থেকে প্রধান শিক্ষকদের নির্বাচন করা হয়েছে। এই নির্বাচন হয়েছে বিগত বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বিবেচনা করে। এই প্রশিক্ষণ কর্মসূচীর প্রথম ব্যাচে থাকবেন ১৪০ জন প্রধান শিক্ষক। সাধারণত স্কুল পরিচালনার ক্ষেত্রে যে যে বিষয় মাথায় রাখা উচিত, কোনো সমস্যা এলে তার মোকাবিলার ব্যবস্থা করা, এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য যা করতে হবে সেই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই কর্মসূচিতে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

Related Articles