উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022 | উচ্চমাধ্যমিক রুটিন 2022 pdf download

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022: বহু প্রতীক্ষার পর প্রকাশিত হলো 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন। 2022 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এপ্রিল মাসে শুরু হবে। ১ নভেম্বর, ২০২১ তারিখ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক…

Published By: ExamBangla.com | Published On:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022: বহু প্রতীক্ষার পর প্রকাশিত হলো 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন। 2022 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এপ্রিল মাসে শুরু হবে। ১ নভেম্বর, ২০২১ তারিখ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিক রুটিন 2022 ঘোষণা করেছেন। উচ্চ মাধ্যমিক 2022 রুটিন ডাউনলোড করতে পারবেন আজকের এই পোস্ট থেকে। উচ্চ মাধ্যমিক রুটিন 2022 (WBCHSE H.S. Routine 2022)

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022

উচ্চ মাধ্যমিক রুটিন 2023 (HS Routine 2023)
পরীক্ষার নামউচ্চমাধ্যমিক 2023
বোর্ডWBCHSE
পরীক্ষা শুরু14 মার্চ, 2023
পরীক্ষা শেষ27 মার্চ, 2023
অফিশিয়াল ওয়েবসাইটwww.wbchse.nic.in
Download linkGiven below

2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে?

2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 2 এপ্রিল, 2022 তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে 20 এপ্রিল। পরীক্ষার সময়সীমা- 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হবে সকাল 10 টা থেকে দুপুর 1 টা 15 মিনিট পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন, 2022 উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হোম সেন্টারে অর্থাৎ নিজের স্কুলে পরীক্ষা নেওয়া হবে। টেস্ট পরীক্ষা নেওয়া হবে কি না তা সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট স্কুলগুলি। একাদশ শ্রেণীর ক্ষেত্রেও পরীক্ষা একই দিনে হবে কিন্তু তাদের পরীক্ষা হবে দুপুর 2 টা থেকে 5 টা 15 মিনিট পর্যন্ত।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022 PDF

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022 PDF প্রকাশ করা হয়েছে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে 2022 উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন PDF ডাউনলোড করতে পারবেন।

উচ্চ মাধ্যমিক রুটিন 2023
তারিখ বিষয়
14 মার্চ, 2023 (মঙ্গলবার)বাংলা(A), ইংলিশ(A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি
16 মার্চ, 2023 (বৃহস্পতিবার)ইংলিশ (B), বাংলা (B), হিন্দি(B), নেপালি(B), অল্টারনেটিভ ইংলিশ
17 মার্চ, 2023 (শুক্রবার)হেলথকেয়ার, অটোমোবাইল, অরগানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আই টি এবং আই.টি.ই.এস, ইলেক্ট্রনিক্স, ট্যুরিজিম, হসপিটালিটি, পাম্বলিং, কন্সট্রাকশন, ভোকেশনাল সাবজেক্ট
18 মার্চ, 2023 (শনিবার)বায়োলজিক্যাল সাইন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সাইন্স
20 মার্চ, 2023 (সোমবার)গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, এগ্রোনোমি, ইতিহাস।
21 মার্চ, 2023 (মঙ্গলবার) কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস
22 মার্চ, 2023 (বুধবার)কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজি
23 মার্চ, 2023 (বৃহস্পতিবার)পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, একাউন্টান্সি
24 মার্চ, 2023 (শুক্রবার)ইকোনমিক্স
25 মার্চ, 2023 (শনিবার)রসায়নবিদ্যা, জার্নালিজমস এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবিক, ফ্রেঞ্চ
27 মার্চ, 2023 (সোমবার)স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট

মাধ্যমিক রুটিন ২০২২ ডাউনলোড: ক্লিক করুন

আরও পড়ুনঃ
নবান্ন স্কলারশিপ ২০২১
বিকাশ ভবন স্কলারশিপ ২০২১

FAQ

উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন 2022 কীভাবে ডাউনলোড করবো?

এই পোস্টে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2022 রুটিন ডাউনলোড করার লিংক দেওয়া হয়েছে।

2022 উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে?

2 এপ্রিল, 2022 থেকে।

2022 উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস কি?

2022 উচ্চমাধ্যমিক সিলেবাস- ক্লিক করুন

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career