WBCHSE Higher Secondary Result 2019, Check West Bengal HS Result 2019

আজ ২৭শে মে সোমবার  প্রকাশ হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই ওয়েবসাইট (www.exambangla.com)- এর  মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন। এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ। এবারের পাশের হার- ৮৬.২%, ছাত্র পাশের হার- ৮৭.৪৪%, ছাত্রী পাশের হার- ৮৫.৩০%, এবারে প্রথম দশে রয়েছে মোট ১৩৭ জন। 
কিভাবেH.S. রেজাল্ট দেখবেন?
রেজাল্ট দেখার জন্য নীচে “Click here” বাটনে ক্লিক করুন।
1.প্রথমেআপনি “Enter Your Roll No.” এর ঘরে আপনার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল এবং নাম্বার টিকোনো স্পেস বা ফাকা ছাড়াএকসাথে লিখুন।

2.তারপর“Enter Registration No” এরঘরে এডমিট কার্ডে দেওয়া রেজিস্ট্রেশন নাম্বারটি লিখুন। 
তারপর“Submit” বাটনেক্লিক করলেই আপনার কাঙ্খিত H.S. Result 2019 দেখতে পাবেন।
 
পশ্চিমবঙ্গউচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত কয়েকটি ওয়েবসাইট নিচে দেওয়া হলো যেগুলির মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।