শিক্ষার খবর

ভাইরাল উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র, সাইবার থানায় অভিযোগ জানাল শিক্ষা সংসদ

Advertisement

মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর গত ১৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪। সাইন্স আর্টস এবং কমার্স বিভাগের পরীক্ষা মিলিয়ে দীর্ঘ সময় ধরে চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত সময়সূচি অনুযায়ী এবারের পরীক্ষা শেষ হবে আগামী ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। এবার চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে তৈরি হল নতুন বিভ্রান্তি। পরিস্থিতি সামাল দিতে অবশেষে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সাইবার শাখায় অভিযোগ দায়ের করার পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, যে সমস্ত প্রশ্নপত্র বাজারে ছড়িয়েছে সেগুলি ভুয়ো প্রশ্নপত্র। এ নিয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই। নির্ধারিত সময়সূচী অনুযায়ী উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ের পরীক্ষা আয়োজিত হবে। সোমবার উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার আগেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি এবং গণিত সহ বেশ কিছু বিষয়ের প্রশ্নপত্র ভাইরাল হতে দেখা যায়। উল্লেখ্য বাঁকুড়া এবং উত্তর দিনাজপুর জেলার কিছু জায়গায় এই ভাইরাল প্রশ্নপত্রের খোঁজ মিলেছে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024

উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র

নির্দিষ্ট প্রশ্নপত্রের দুটি বা একটি পাতা ভাইরাল করে অনলাইনে সেই প্রশ্নপত্র বিক্রি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো প্রশ্নপত্রের অনুসন্ধানের পর ‘মাস্টারমাইন্ড’ নামে একটি হোয়াট্সআপ গ্রুপের সন্ধান পাওয়া গেছে। উচ্চমাধ্যমিকের তিনটি বিভাগের ভুয়ো প্রশ্নপত্রের সন্ধান পাওয়া গেছে। যেখানে লেখা আছে, পিওর সায়েন্স বিভাগের প্রশ্নপত্র ৫ হাজার টাকা, পিওর আর্টস এবং কমার্স বিভাগের প্রশ্নপত্র ৪ হাজার ৫০০ টাকা। এই সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, অরিজিনাল প্রশ্নপত্র প্রকাশ্যে আসেনি। কিছু অসাধুচক্র ভুয়ো প্রশ্নপত্র ভাইরাল করে সেই সব প্রশ্ন বিক্রি করে মুনাফা কামাতে চেয়েছিল। এইরকম বেশ কিছু অসাধুচক্র কে ধরা হয়েছে।

পরীক্ষা শেষের পর উচ্চ মাধ্যমিকের প্রশ্ন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র

Related Articles