উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই দিন থেকে হাতে পাবেন পরীক্ষার্থীরা
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার স্বস্তির খবর। অবশেষে স্কুলে পৌঁছে গেল পরীক্ষার অ্যাডমিট কার্ড। জেনে নিন কোন তারিখ থেকে হাতে পাবেন পরীক্ষার্থীরা।
শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কাউন্টডাউন। মাধ্যমিক শেষ হলেই আরম্ভ হবে HS 2024। প্রতি বছরের নিয়ম মাফিক পরীক্ষা শুরুর বেশ কিছু দিন আগেই অ্যাডমিট হাতে পাবেন পরীক্ষার্থীরা। সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশ্ন, কবে থেকে মিলবে পরীক্ষার অ্যাডমিট? সম্প্রতি তারই দিনক্ষণ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ। অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে অ্যাডমিট বিতরণীর নির্ঘন্ট। উচ্চ শিক্ষা সংসদের তরফে খবর, আগামী ৩০ জানুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিলি শুরু করছে সংসদ।
বিজ্ঞপ্তি অনুসারে বলা যায়, আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিভিন্ন অ্যাডমিট বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলি উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। ওই দিন দ্বাদশ শ্রেণীর অ্যাডমিট কার্ড ও একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট উভয়ই বিলি করা হবে। অর্থাৎ ৩০ তারিখ স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিলে তার পরদিন তথা ৩১ তারিখ থেকে পরীক্ষার্থীদের মধ্যে অ্যাডমিট বিতরণ শুরু করতে পারে বলে সূত্রের খবর। অতএব চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা জানুয়ারির শেষপর্বেই নিজেদের অ্যাডমিট কার্ড হাতে পাবেন।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক ইংরেজি সাজেশন 2024
প্রসঙ্গত, ফেব্রুয়ারির শুরুতেই আরম্ভ হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক শেষ হলেই শুরু হবে HS। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪। নতুন নিয়ম অনুসারে সকাল ৯:৪৫ থেকে শুরু হবে পরীক্ষা যা চলবে বেলা ১ টা পর্যন্ত। প্রতি পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসা বাধ্যতামূলক। অ্যাডমিটে প্রদর্শিত নির্দেশগুলি মানতে হবে পরীক্ষার্থীদের। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও থাকছে কড়া নজরদারি ব্যবস্থা। কোনো সমস্যা ছাড়াই যাতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন হয়, এখন সেটাই লক্ষ্য উচ্চ শিক্ষা সংসদের।