শিক্ষার খবর

উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023 | মাধ্যমিকের পরেই কি উচ্চমাধ্যমিকের রেজাল্ট? জেনে নিন গুরুত্বপূর্ণ আপডেট

Advertisement

গত ২৭শে মার্চ শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তারপর কেটে গিয়েছে আরও বেশ কিছু দিন। ঠিক কত তারিখে পরীক্ষার ফলাফল প্রকাশ হবে, তা নিয়ে এখনও বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা। এখনও পর্যন্ত সংসদের তরফে জানানো হয়েছে, মে মাসেই ফলাফল প্রকাশ পাবে। এই ফলপ্রকাশের প্রস্তুতি চলছে জোরকদমে।

উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023

এর আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল, জুন মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশ পেতে পারে। কিন্তু পরে সেই সিদ্ধান্তে বদল আনা হয়। সাধারণত প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পর উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হয়। এবছরেও সেই ধারা বজায় রাখা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে খবর, মে মাসের ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে নিশ্চিতভাবে প্রকাশ পাবে মাধ্যমিকের ফলাফল। সেক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্টের পরেই সামনে আসবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট।

মাধ্যমিক রেজাল্ট 2023 check

আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে দেখে নিন

ধারণা করা যাচ্ছে, মে মাসের শেষ সপ্তাহ নাগাদ উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দিনক্ষণ এখনও জানানো হয়নি। শীঘ্রই এ বিষয়ে আপডেট পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। প্রসঙ্গত, চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ই মার্চ থেকে পরীক্ষা শেষ হয়েছে ২৭শে মার্চ নাগাদ। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় আট লক্ষ পঞ্চান্ন হাজার পরীক্ষার্থী।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট কীভাবে দেখবেন?

join Telegram

Related Articles