WBCHSE Semester Exam Pattern: উচ্চ মাধ্যমিকের প্রথম ও তৃতীয় সেমিস্টারে কোন ধরণের প্রশ্ন থাকবে? জানিয়ে দিল শিক্ষা সংসদ
রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই জানেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক পঠন পাঠন সেমিস্টার পদ্ধতিতে শুরু হতে চলেছে। এর জন্য নির্দিষ্ট বিষয় ভিত্তিক সিলেবাস তৈরীর কাজ যেমন চলছে, সেই সঙ্গে উচ্চমাধ্যমিক স্তরের নতুন কিছু বিষয় অন্তর্ভুক্তির পরিকল্পনাও করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই প্রসঙ্গে শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট বিষয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, নম্বর বিভাজন এবং প্রশ্নপত্রের ধরন সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য রেখেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
WBCHSE Semester Exam Pattern
সম্প্রতি শিক্ষা সংসদের প্রকাশিত নতুন একটি বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিকের প্রথম এবং তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্রের প্যাটার্ন সম্পর্কে তথ্য দেওয়া হল। ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যেই জানেন যে একাদশ শ্রেণীর শুরুতে হবে প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর শুরুতে হবে তৃতীয় সেমিস্টার। এই দুটি সেমিস্টারের প্রশ্নপত্রের ধরন একই থাকবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুটি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। কোন ধরনের প্রশ্নগুলি এই দুটি সেমিস্টারের পরীক্ষাতে থাকবে সেগুলি নিচে উল্লেখ করা হল।
- শূন্যস্থান পূরণ
- কলাম ম্যাচিং
- দাবী-যুক্তি (রিজনিং) টাইপ
- ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন
- নির্ধারিত ক্রম অনুসারে বাক্য সাজানো
- সত্য এবং মিথ্যা নির্ণয় করা প্রশ্ন
- কেস ভিত্তিক প্রশ্ন
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক নতুন পরীক্ষা পদ্ধতি সহ সিলেবাস নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিন
এর আগে সংসদ জানিয়েছিল যে, প্রথম এবং তৃতীয় সেমিস্টারে যথাক্রমে ৩৫ এবং ৪০ নম্বরের পরীক্ষা হবে প্রাক্টিক্যাল এবং নন প্র্যাকটিক্যাল বিষয়গুলির জন্য। সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংসদ আরও জানিয়েছে, এই প্রশ্নগুলির মধ্যে ৫০ শতাংশ প্রশ্ন থাকবে সহজ। ৩০ শতাংশ প্রশ্ন থাকবে জটিল এবং ২০ শতাংশ প্রশ্ন থাকবে উপস্থিত বুদ্ধির পরীক্ষার জন্য। মাল্টিপল চয়েস প্রশ্নগুলির ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের উত্তরের চারটি বিকল্প থাকবে। এই বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে।