WBCS Result 2022: প্রকাশিত হলো WBCS ২০২২ এর চূড়ান্ত ফলাফল, রেজাল্ট কীভাবে দেখবেন?

Published By: Exam Bangla | Published On:
Share:

WBCS Result 2022: প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ রাজ্যের ২০২২ সালের WBCS পরীক্ষার চূড়ান্ত ফলাফল। আজ, ৫ ই জুন, ২০২৫ সালের পশ্চিমবঙ্গ রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হলো কৃতি ছাত্র-ছাত্রীদের নামের তালিকা! যে প্রার্থীরা ২০২২ সালে এই নিয়োগের ইন্টারভিউ পর্যন্ত পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন ২০২২ প্রিলিমস পিডিএফ ডাউনলোড করে রেজাল্ট দেখতে পাবেন। চাকরি প্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুসারে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো।

---Advertisement---

West Bengal Civil Services (WBCS Result 2022)

২০২২ সালের ১৯ জুন তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য WBCS নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষাটির আয়োজন করা হয়েছিল। এরপর এই পরীক্ষার ফলাফল প্রকাশের বেশ কিছুটা বিলম্ব হলেও এর পরবর্তী ধাপ অর্থাৎ মেন্স পরীক্ষার জন্য ৫৪৯৬ জন যোগ্য চাকরিপ্রার্থীকে নির্বাচন করা হয়েছিল। এরপর তালিকা প্রস্তুত করে এর পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য চাকরি প্রার্থীদের ডাক দেওয়া হয়। ৫ই জুন ২০২৫ তারিখে অবশেষে প্রায় দীর্ঘ তিন বছরের নিয়োগ সময়সীমা পেরিয়ে প্রকাশিত হলো WBCS ২০২২ পরীক্ষার চূড়ান্ত ফলাফল।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার গ্রুপ এ পদের জন্য যোগ্য ১৫৩ জন চাকরি প্রার্থীর নামের তালিকা প্রকাশিত হয়েছে (WBCS Result 2022)। এর পাশাপাশি গ্রুপ বি পদের জন্য যোগ্য মোট ৫ জন চাকরি প্রার্থীর তালিকা ও প্রকাশিত হয়েছে। এছাড়াও একই সাথে প্রকাশিত হয়েছে প্রতিটি ক্যাটাগরির চাকরি প্রার্থীর প্রাপ্য নম্বর। WBCS Result 2022 সম্পূর্ণরূপে জানতে অবশ্যই নিচে দেওয়া ধাপ গুলি অবলম্বন করে নামের তালিকা গুলি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

---Advertisement---

আরও পড়ুনঃ রাজ্যের কাস্টম অফিসে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ

কীভাবে দেখবেন WBCS Result 2022?

  1. WBCS 2022- এর রেজাল্ট দেখার জন্য প্রথমেই পশ্চিমবঙ্গ রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এজন্য মোবাইল ফোন বা কম্পিউটারের গুগল ক্রোমে গিয়ে wbpsc.gov.in ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  2. এরপর রেজাল্ট সেকশনটি বেছে নিতে হবে।
  3. WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. EXAMINATION,2022 – GR.A SERVICES (ADVT. No.02/2022) ও WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. EXAMINATION,2022 – GR.B SERVICE (ADVT. NO.02/2022) -এই দুটি লিংকে ক্লিক করতে হবে।
  4. এরপরেই পিডিএফগুলি ডাউনলোড হয়ে যাবে এবং চাকরি প্রার্থীরা নিজেদের এডমিট কার্ডে থাকার রোল নম্বর সার্চ করে তাদের নাম আছে কিনা দেখে নিতে পারবেন।

আরও পড়ুনঃ ২৪২৩টি শূন্য পদে কর্মী নিয়োগ করছে স্টাফ সিলেকশন কমিশন

উপরে দেওয়া ধাপ গুলি অবলম্বন করে রেজাল্ট ডাউনলোড করতে সমস্যার সম্মুখীন হলে, নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি WBPSC র রেজাল্ট সেকশনে চলে যেতে পারেন।

WBCS Result 2022 (Final): Click Here

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

WB HS 3rd Semester Result: প্রকাশিত হচ্ছে তৃতীয় সেমিস্টারের ফলাফল, সবার আগে কোথায় দেখা যাবে? Primary TET Result: প্রকাশিত হল প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল! বিস্তারিত দেখে নিন এখনই WBJEE Result 2025: আইনি জটিলতা কাটিয়ে প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, দেখে নিন মেধা তালিকা WBJEE Result 2025: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে বাধা! OBC সার্টিফিকেট সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ WBJEE Result 2025: আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, সবার আগে কোথায় দেখা যাবে?