চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBCS Exam 2025: বদল হবে না WBCS পরীক্ষার সিলেবাস! পুরানো পদ্ধতি মেনেই কি পরীক্ষা?

WBCS Exam 2025: বদলাচ্ছে না ২০২৫ সালের WBCS পরীক্ষার সিলেবাস! পরীক্ষার্থীদের জন্য সুখবর জানাল নবান্ন। সম্প্রতি নবান্ন সূত্রে পাওয়া খবর অনুসারে, বিগত বছর গুলির মতো এই বছরেও পুরনো প্যাটার্ন মেনেই নেওয়া হবে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষা। এই বছরে কেন্দ্রীয় সরকারের আইএএস পরীক্ষার পদ্ধতি অবলম্বন করে পরিবর্তন আনা হয়েছিল রাজ্য সরকারের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাসে। বিগত বছরেই এই সিলেবাস প্রকাশিত হয়ে গেলেও 2025 সাল থেকে প্রথমবারের মতো এই পদ্ধতি মেনে পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এবারেও এই বিষয়ে বাধ সাধছে সরকার। তাহলে কি সত্যিই পুরনো প্যাটার্ন বজায় থাকবে ২০২৫ সালের পরীক্ষাতেও? জানুন বিস্তারিত।

[quads id=21]

WBCS EXAM 2025

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন বা WBCS পরীক্ষা নিয়ে বিপুল পরিমাণ চাকরিপ্রার্থী উৎসাহিত থাকেন। এর জন্য সারা বছর ধরে প্রস্তুতি নিতে হয় পরীক্ষার্থীদের। সেই কারণেই এই পরীক্ষার সিলেবাসে বারে বারে বদল ঘটতে থাকলে স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হতে হয় পড়ুয়াদের। তবে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার সিলেবাস বদলের কথা থাকলেও এই বছর থেকে সেই পদ্ধতি লাগু হচ্ছে না বলেই সুত্রের খবর।

[quads id=21]

নবান্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, পুরনো প্যাটার্ন মেনেই নেওয়া হবে ২০২৫ এর ডাবলুবিসিএস প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষা (WBCS Exam 2025) চাকরিপ্রার্থীরা বাংলা, হিন্দি, নেপালি, উর্দু এবং সাঁওতালি ভাষায় এই পরীক্ষা দিতে পারবেন। বিগত বছর গুলির পদ্ধতি অবলম্বন করে এবারেও প্রিলিমিনারি পরীক্ষায় দুই ঘন্টা সময়ের মধ্যে ২০০ টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে চাকরিপ্রার্থীদের।

WBCS 2025 Syllabus

WBCS Preliminary Syllabus
SubjectMarks
English Composition25
General Science25
Current events of National & International Importance25
History of India25
Geography of India with special reference to West Bengal25
Indian Polity and Economy 25
Indian National Movement25
General Mental Ability 25
Total200

আরও পড়ুনঃ রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১

বিগত বছরেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে ডাব্লুবিসিএস পরীক্ষার জন্য নতুন সিলেবাস তৈরি করা হয়। এই সিলেবাস ছিল কেন্দ্রীয় সরকারের সিভিল সার্ভিস পরীক্ষার প্রায় সমতুল্য। এক্ষেত্রে ডাব্লুবিসিএস পরীক্ষার্থীদের অনেক বেশি কঠিন প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হবে বলে ধারণা করা হচ্ছিল। সেই কারণেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে পুরনো পদ্ধতি মেনেই পরীক্ষা চালু থাকবে বলে জানানো হয়েছে।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ