WBCS Preliminary Result 2020: ডব্লিউবিসিএস রেজাল্ট প্রকাশিত হয়েছে

Published By: ExamBangla.com | Published On:
Share:

বহু প্রতিক্ষার পর প্রকাশিত হল 2020 সালের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এদিন 16 সেপ্টেম্বর রেজাল্ট প্রকাশ করা হয়েছে। বহু পরীক্ষার্থীরা অনেকদিন ধরে অপেক্ষা করেছিলেন এই রেজাল্টের জন্য। অবশেষে 2020 সালের ডব্লিউবিসিএস পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। সরাসরি রেজাল্ট চেক করার জন্য নিচে দেওয়া ডাউনলোড লিংকে ক্লিক করুন।

যেসব পরীক্ষার্থী পাশ করেছেন তাদের অসংখ্য অভিনন্দন। যারা পাশ করতে পারেননি, তারা আগামী দিনে চেষ্টা করুন অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন।

WBCS 2020 Preliminary Cut Off- (Out of 200)

UR 127.0000

SC 113.6667

ST 98.3333

OBC-A 119.0000

OBC-B 122.0000

PH(LV) 96.6667

PH(HI) 90.0000

PH(LD&CP) 107.0000

PH(LD&CP) 107.0000

আরও পড়ুন

WB HS 3rd Semester Result: প্রকাশিত হচ্ছে তৃতীয় সেমিস্টারের ফলাফল, সবার আগে কোথায় দেখা যাবে? Primary TET Result: প্রকাশিত হল প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল! বিস্তারিত দেখে নিন এখনই WBJEE Result 2025: আইনি জটিলতা কাটিয়ে প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, দেখে নিন মেধা তালিকা WBJEE Result 2025: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে বাধা! OBC সার্টিফিকেট সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ WBJEE Result 2025: আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, সবার আগে কোথায় দেখা যাবে?