WBJEE ANM GNM Result 2024 | নিজের মোবাইলে ANM GNM পরীক্ষার রেজাল্ট দেখে নিন
চলতি বছরের রাজ্যের ANM GNM পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল আজকে। পরীক্ষার্থীরা নিজেদের মোবাইলেই রেজাল্ট দেখতে পাবেন সরাসরি। কিভাবে রেজাল্ট দেখবেন জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এক নজরে
WBJEE ANM GNM Result 2024: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে আয়োজিত ২০২৪ সালের ANM GNM পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল আজকে। যে সমস্ত পরীক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছ তারা এই প্রতিবেদনের মাধ্যমে নিজেদের রেজাল্ট ডাউনলোড করতে পারবে এবং Rank Cards ডাউনলোড করতে পারবে। নিচে সরাসরি মোবাইলের মাধ্যমে WBJEE ANM GNM Result 2024 দেখার পদ্ধতি এবং ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হল।
WBJEE ANM GNM Result 2024
২০২৪ সালের ANM GNM পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছিল ২১ মার্চ, ২০২৪ তারিখে। অনালাইনে ২৪ এপ্রিল, ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছিল। গত ৪ আগস্ট, ২০২৪ তারিখে এই পরীক্ষা আয়োজিত হয়েছিল এবং আজ ২৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ এই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হল।
ANM GNM পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবো?
WBJEE ANM GNM Result 2024 সরাসরি নিজের মোবাইলে দেখার জন্য পরীক্ষার্থীদের পরপর কয়েকটি স্টেপ ফলো করতে হবে। নিচে সেই স্টেপগুলি বর্ণনা করা হল।
➲ প্রথমেই পরীক্ষার্থীদের WBJEE -এর অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in ভিজিট করতে হবে।
➲ এবার Examinations ড্রপ ডাউন মেনু থেকে ANM GNM অপশনটি সিলেক্ট করতে হবে।
➲ এখন ANM GNM Rank Cards অপশনটি খুঁজে বের করার পর উক্ত অপশনে ক্লিক করতে হবে।
➲ এবার প্রার্থীকে আবেদন করার সময় প্রাপ্ত Application Number এবং পাসওয়ার্ড এন্টার করতে হবে।
➲ যদি কোনো প্রকার ক্যাপচা কোড প্রদর্শিত হয় তাহলে প্রার্থীদের নির্দিষ্ট কোডটি এন্টার করতে হবে।
➲ এখন স্ক্রিনে পরীক্ষার্থীরা নিজের রেজাল্ট তথা Rank Card দেখতে পাবেন।
➲ ভবিষ্যতের রেফারেন্সের জন্য এটি ডাউনলোড করে নিতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে।
WBJEE ANM GNM Result 2024 (Check Now)
Check Your WBJEE ANM GNM Result 2024: Click Here