এক নজরে
WBJEE Result 2025: আবারো পিছিয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) র ফল প্রকাশের তারিখ! আজ ৭ আগস্ট, ২০২৫, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল (WBJEE Result 2025) প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছিল। আর কিছুক্ষণ পরেই অর্থাৎ বিকাল ৩টে থেকে ছাত্রছাত্রীরা অনলাইনেই দেখতে পারতেন জয়েন্ট ট্রান্স পরীক্ষার ফলাফল। কিন্তু এই প্রক্রিয়ায় আবারও বাধসাধল পশ্চিমবঙ্গ রাজ্যের OBC Reservation সংক্রান্ত মামলা। শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নয় বরং আরো দশটি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে তৈরি হল নতুন জটিলতা। ছাত্রছাত্রীদের জন্য আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়বেন।
WBJEE Result 2025
আজ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু ইতিমধ্যেই কলকাতা উচ্চ আদালতের নির্দেশ অনুসারে আবারো জটিলতার সম্মুখীন WBJEE Result 2025। কলকাতা হাইকোর্ট ছাত্রছাত্রীদের ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশ দিয়েছে। যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নতুন ওবিসি তালিকা মেনে ফল প্রকাশ করা যাবে না। উল্লেখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হলে পুরনো বিধি মেনেই ফল প্রকাশ করতে হবে। এই ঘোষণার পরেই মূলত ওবিসি সংক্রান্ত জটিলতা আবারও রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এর ফল প্রকাশে অনিশ্চয়তা তৈরি করছে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মামলায় নতুন ওবিসি তালিকা নিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। বিচারপতির বক্তব্য অনুসারে, আপাতত নতুন ওবিসি তালিকা মেনে দশটি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা যাবে না। মেধা তালিকা প্রকাশ করতে হলে ২০১০ সালের আগের ওবিসি সার্টিফিকেট এবং তালিকাকে মান্যতা দিয়েই ফল প্রকাশ করতে হবে। বিচারপতির এই মন্তব্যের ফলে আপাতভাবে অনিশ্চিত রাজ্যের প্রায় ৩ লক্ষ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ।
আরও পড়ুনঃ স্নাতকোত্তরে ভর্তি নিয়ে নয়া নির্দেশিকা উচ্চ শিক্ষা সংসদের!
OBC সংরক্ষণ নিয়ে জটিলতা
বিগত বছরের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১০ সালের পরে জারি হওয়া অফিসে সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেওয়া হয়।। এই ক্ষেত্রে ২০১০ সালের আগের ওবিসি সার্টিফিকেট গুলি বৈধ বলে গ্রহণযোগ্যতা পায়। সেই নির্দেশ মেনেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মামলায় বিচারপতি জানান, ২০১০ সালের আগের ওবিসি সার্টিফিকেট গ্রাহকদের তালিকা মেয়ে নেই ফল প্রকাশ করতে হবে বোর্ডকে। যদিও তারপরে গত ২৮ জুলাই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট এবং শীর্ষ আদালতের নির্দেশে আপাতভাবে স্থগিত রাখা হয় এই নির্দেশ।
তবে সঠিক সময়ে কলকাতা হাইকোর্টের আদেশ মানা হয়নি বলে দাবি করেন বিচারপতি চন্দ। যে সময়ে কলকাতা হাইকোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছিল, তখন সুপ্রিম কোর্টের তরফে কোনরকম স্থগিতাদেশ ছিল না এই মামলার বা নির্দেশের ক্ষেত্রে। তাহলে কেন সেই সময়ে আদালতের নির্দেশ মেনে নেওয়া হয়নি? এই প্রশ্ন তুলেছেন বিচারপতি।
আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
এর পাশাপাশি সুপ্রিম কোর্টের অন্তর্ভুক্তির ছবি তো দেশের পর মাত্র কয়েকদিনের মধ্যে কিভাবে সকলকে OBC সার্টিফিকেট প্রদান করা সম্ভব হলো? এবং সেই তালিকা অনুসারে মেধা তালিকা প্রস্তুত করা হলো? এই বিষয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে আদালতের দরবারে। এক কথায় বলতে গেলে, পশ্চিমবঙ্গ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকা কতটা স্বচ্ছ ভাবে তৈরি হয়েছে সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই কারণেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল বা মেধা তালিকা প্রকাশে স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট।
ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ (WBJEE Result 2025)
গত ২৭ এপ্রিল পশ্চিমবঙ্গ রাজ্যের জয়েন্ট (WBJEE 2025) আয়োজিত হয়েছিল। তারপর তিন মাস কেটে গেলেও পরীক্ষার ফল প্রকাশ (WBJEE Result 2025) করা হয়নি। এর পিছনে মূল কারণ ছিল ওবিসি (OBC) সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা। এর মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করায় জানানো হয়েছিল পরীক্ষার ফল প্রকাশের তারিখ। আজ অর্থাৎ ৭ আগস্ট পরীক্ষার ফল প্রকাশ এবং মেধা তালিকার ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন বোর্ডের চেয়ারম্যান। তবে এবারে কলকাতা হাইকোর্টের নির্দেশে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দ্বারা পরিচালিত সমস্ত পরীক্ষার ফল প্রকাশ নিয়েই জটিলতা তৈরি হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চয়তার অন্ধকারে।