পরীক্ষা প্রস্তুতি

কনস্টেবল মেন সাজেস্টিভ প্রশ্নোত্তর, ভুলেও মিস করবেন না

Share

আপনি কি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল মেন (WBP Constable Main) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে ২০ টি জেনারেল নলেজের প্র্যাকটিস সেট। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। ২০ টি প্রশ্নের ৪ টি করে সম্ভাব্য বিকল্প দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি আপনাকে নির্বাচন করতে হবে। ২০ টি প্রশ্নের শেষে উত্তরপত্র সংযুক্ত করা হয়েছে। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত কনস্টেবল মেন পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে।

WBP Constable Main Exam Practice Set 3

1. যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হল?
[A] ফোলিক অ্যাসিড
[B] ভিটামিন A
[C] ভিটামিন D
[D] ভিটামিন K

2. ২০২১ সাহিত্য একাডেমি পুরস্কার বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টির জন্য কে পেয়েছেন?
[A] শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
[B] ব্রাত্য বসু
[C] শীর্ষেন্দু মুখোপাধ্যায়
[D] কেউই পাননি

3. নীচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা?
[A] ঘরে বাইরে
[B] অন্নদামঙ্গল
[C] পুতুল নাচের ইতিকথা
[D] অযান্ত্রিক

4. চাপের একক কি?
[A] পাস্কাল
[B] টন
[C] টর্ক
[D] কিলোগ্রাম

5. মধ্যপ্রদেশের নেপানগর কোন শিল্পের জন্য বিখ্যাত?
[A] চিনি
[B] মুক্তা
[C] নিউজপ্রিন্ট
[D] লৌহ আকরিক

6. কোর্ডামা কিসের জন্য বিখ্যাত?
[A] জিঙ্ক
[B] অভ্র
[C] ইউরেনিয়াম
[D] তামা

7. স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন?
[A] রবার্ট ওয়াটসন
[B] উইলিয়াম হারভে
[C] জেমস ওয়াট
[D] উপরের কেউই নন

8. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি?
[A] সূবর্ণরেখা
[B] দামোদর
[C] বরাকর
[D] দ্বারকেশ্বর

9. নিউটনের কোন সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পেতে পারি?
[A] প্রথম সূত্র
[B] দ্বিতীয় সূত্র
[C] তৃতীয় সূত্র
[D] চতুর্থ সূত্র

10. পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি?
[A] দক্ষিণ ২৪ পরগনা
[B] কোলকাতা
[C] বর্ধমান
[D] উত্তর চব্বিশ পরগনা

11. অলকানন্দা এবং মন্দাকিনী নদীর মিলনস্থল কি নামে পরিচিত?
[A] দেব প্রয়াগ
[B] রুদ্র প্রয়াগ
[C] বিষ্ণু প্রয়াগ
[D] নন্দ প্রয়াগ

12. টিউবওয়েল হল কোন শ্রেণীর লিভার?
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] কোনোটিই নয়

13. নিচের কোনটি স্কেলার রাশি?
[A] গতিবেগ
[B] বল
[C] ভরবেগ
[D] শক্তি

14. প্রধানমন্ত্রী হবার নিম্ন বয়স সীমা কত?
[A] ৩৫
[B] ৩০
[C] ২৫
[D] ৫০- এর ঊর্ধ্বে।

15. Reserve Bank -এর বর্তমান গভর্নরের নাম কি?
[A] রঘুরাম রাজন
[B] উর্জিত প্যাটেল
[C] শক্তিকান্ত দাস
[D] লক্ষীকান্ত দাস

16. বোসন পার্টিকেল এর ঘূর্ণন নিম্নের কোনটির সমান?
[A] ধনাত্মক পূর্ণ সংখ্যা
[B] ঋনাত্মক পূর্ণসংখ্যার
[C] ধনাত্মক পূর্ণ সংখ্যার (১/২) গুণ
[D] কোনোটিই নয়।

17. লেন্সের ক্ষমতা মাপা হয় কোন এককে?
[A] ডপলার
[B] অপটিক্স
[C] ডায়াপটার
[D] অ্যাপলিটিউড

18. ঘুম স্টেশনের উচ্চতা কত?
[A] ২২৪৭ মিঃ
[B] ২২৫২ মিঃ
[C] ৩৫৩৬ মিঃ
[D] ৩০২৯ মিঃ

19. ওমর শেখ মির্জা কোন প্রদেশের শাসক ছিলেন?
[A] কাবুল
[B] ইস্তাম্বুল
[C] ফরগানা
[D] তেহরান

20. হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
[A] কাবেরী
[B] গোদাবরী
[C] কৃষ্ণা
[D] মুসী

WBP Constable Main GK Set 1
WBP Constable Main GK Set 2

উত্তরমালাঃ
1-D , 2 -B , 3- C, 4- A, 5- C, 6- B, 7- C , 8-B, 9-B, 10-D, 11- B, 12- A, 13- D, 14- C , 15-C, 16-C , 17-C , 18- A , 19- C , 20- D

This post was last modified on May 6, 2022 8:47 pm

সর্ব শেষ প্রকাশিত

মে মাসে যেসব চাকরির আবেদন চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের…

12 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

1 day ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

1 day ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

1 day ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

2 days ago