পরীক্ষা প্রস্তুতি

কনস্টেবল মেন কমনযোগ্য প্র্যাকটিস সেট, গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দেখে নিন

Share

আপনি কি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল মেন (WBP Constable Main) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে ২০ টি জেনারেল নলেজের প্র্যাকটিস সেট। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। ২০ টি প্রশ্নের ৪ টি করে সম্ভাব্য বিকল্প দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি আপনাকে নির্বাচন করতে হবে। ২০ টি প্রশ্নের শেষে উত্তরপত্র সংযুক্ত করা হয়েছে। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত কনস্টেবল মেন পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে।
West Bengal Police Constable Main Exam Practice Set.

WBP Constable Main Practice Set 2

১) পল্লবদের রাজধানী কোথায় ছিল?
ক) থাঞ্জাভুর
খ) কাঞ্চীপুরম
গ) মাদুরাই
ঘ) ভেঙ্গী

২) কে জাবতি প্রথার প্রবর্তন করেন?
ক) বাবর
খ) আকবর
গ) হুমায়ুন
ঘ) শাহজাহান

৩) রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল-
ক) কাছোয়া
খ) সোলাঙ্কি
গ) পারামার
ঘ) শিশোদিয়া

৪) 1962 সালে ভারত-চীন যুদ্ধের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?
ক) মোরারজি দেশাই
খ) ভিকে কৃষ্ণা মেনন
গ) ওয়াই. বি. চৌহান
ঘ) জে. রাম

৫) কোচবিহার জেলাটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল?
ক) কামরূপ
খ) কলিঙ্গ
গ) মগধ
ঘ) অঙ্গ

৬) পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা চাষ হয়?
ক) আলিপুরদুয়ার
খ) খেজুরি
গ) শিলিগুড়ি
ঘ) মংপু

৭) একজন সদস্যের রাজ্যসভার সদস্য পদে থাকার মেয়াদ কত বছর?
ক) 4 বছর
খ) 6 বছর
গ) 5 বছর
ঘ) 8 বছর

৮) রাতের আকাশে তারা মিটমিট করার কারণ হলো আলোর-
ক) প্রতিসরণ
খ) প্রতিফলন
গ) বিচ্ছুরণ
ঘ) কোনটাই নয়

৯) তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?
ক) মাদাম কুরি
খ) হেনরি বেকরেল
গ) রাদারফোর্ড
ঘ) আইনস্টাইন

১০) দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?
ক) গুরুমস্তিষ্ক
খ) লঘু মস্তিষ্ক
গ) সুষুম্নাশীর্ষক
ঘ) থ্যালামাস

১১) পদার্থের চতুর্থ অবস্থা কোনটি?
ক) প্লাজমা
খ) গ্যাসীয়
গ) এলপিজি
ঘ) পারদ

১২) ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) মুম্বাই
খ) নিউ দিল্লী
গ) পুনে
ঘ) বেঙ্গালুরু

১৩) 2032 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশ আয়োজন করবে?
ক) ব্রিসবেন,অস্ট্রেলিয়া
খ) সাংহাই,চীন
গ) জাকার্তা ইন্দোনেশিয়া
ঘ) লন্ডন ইউকে

১৪) কুনো ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
ক) মধ্যপ্রদেশ
খ) গুজরাট
গ) তামিলনাড়ু
ঘ) গোয়া

১৫) অ্যাসিড ______ লিটমাসকে ______ -এ পরিণত করে?
ক) লাল, নীল
খ) সবুজ,হলুদ
গ) হলুদ,সবুজ
ঘ) নীল,লাল

১৬) কার্বনের কঠিনতম রূপ কি?
ক) কোক
খ) গ্রাফাইট
গ) ডায়মন্ড
ঘ) কোনটাই নয়

১৭) পোলিও রোগের কারণ কি?
ক) ছত্রাক
খ) ব্যাকটেরিয়া
গ) ভাইরাস
ঘ) কৃমি

১৮) বৃক্ষের বয়স নির্ধারণ কিভাবে করা হয়?
ক) জন্ম
খ) উচ্চতা
গ) সাধারণ বৈশিষ্ট্য
ঘ) বর্ষবলয়

১৯) নীচের কোনটি ভেক্টর রাশি নয়?
ক) কার্য
খ) বল
গ) টর্ক
ঘ) বেগ

২০) রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি কোথায় প্রতিষ্ঠিত হবে?
ক) আলিগড়
খ) জয়পুর
গ) বারানসী
ঘ) মিরাট

উত্তরসমূহ:
১- খ, ২- খ, ৩- ঘ, ৪- গ, ৫- ক, ৬- ঘ, ৭- খ, ৮- ক, ৯- খ, ১০- খ, ১১- ক, ১২- খ, ১৩- ক, ১৪- ক, ১৫- ঘ, ১৬- গ , ১৭- গ , ১৮-ঘ , ১৯- ক , ২০- ক।

WBP Constable Main Practice Set 1: Click Here

This post was last modified on April 30, 2022 9:35 pm

সর্ব শেষ প্রকাশিত

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 30 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 hour ago

৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে স্ক্রুটিনি এবং রিভিউর ফলাফল, নতুন নিয়মে উপকৃত হবে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৮ তারিখ অর্থাৎ ৮ই মে প্রকাশিত হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার…

21 hours ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | কোন কোন ওয়েবসাইটে সবার আগে রেজাল্ট দেখা যাবে?

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: শেষ পর্যন্ত এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ জানিয়ে দিল মধ্য শিক্ষা…

23 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 29 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago

WB HS Result 2024 | উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ জানিয়ে দিল সংসদ

উচ্চ মাধ্যমিক ২০২৪ -এর রেজাল্ট কবে প্রকাশ পাবে সেই নিয়ে জল্পনা চলছিল রাজ্যের শিক্ষা মহলে।…

2 days ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৬

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

3 days ago