WBP Main Exam GK Set: ২০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নিন

আপনি কি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল মেন (WBP Constable Main) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে ২০ টি জেনারেল নলেজের প্র্যাকটিস সেট। Team Exam Bangla -র…

Published By: ExamBangla.com | Published On:

আপনি কি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল মেন (WBP Constable Main) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে ২০ টি জেনারেল নলেজের প্র্যাকটিস সেট। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। ২০ টি প্রশ্নের ৪ টি করে সম্ভাব্য বিকল্প দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি আপনাকে নির্বাচন করতে হবে। ২০ টি প্রশ্নের শেষে উত্তরপত্র সংযুক্ত করা হয়েছে। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত কনস্টেবল মেন পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে।

WBP Constable Main G.K. Question

1. ভারতীয় রাজ্য গুলির মধ্যে কোনটি বায়ু শক্তির প্রধান উৎপাদক?
[A] রাজস্থান
[B] মহারাষ্ট্র
[C] গুজরাট
[D] তামিলনাড়ু

2. ভুটানের সঙ্গে সীমারেখা নেই কোন রাজ্যের?
[A] সিকিম
[B] মেঘালয়
[C] অরুণাচল প্রদেশ
[D] পশ্চিমবঙ্গ

3. পার্লামেন্টে বাজেট পেশের সময় ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন?
[A] অর্থমন্ত্রী
[B] অধ্যক্ষ
[C] প্রধানমন্ত্রী
[D] প্রেসিডেন্ট

4. ভাসনের সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী?
[A] আর্কিমিডিস
[B] গ্যালিলিও
[C] কোপার্নিকাস
[D] আইনস্টাইন

5. খাজ্জিয়ার হ্রদ কোথায় অবস্থিত?
[A] তামিলনাড়ু
[B] জম্মু ও কাশ্মীর
[C] হিমাচল প্রদেশ
[D] উত্তরাখণ্ড

6. কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন?
[A] প্রশান্তচন্দ্র মহালানবীশ
[B] দাদাভাই নৌরোজি
[C] সর্দার বল্লভভাই প্যাটেল
[D] রমেশ চন্দ্র দত্ত

7. যোজনা কমিশনের (Planning Commission) পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে?
[A] লোকপাল
[B] অর্থ কমিশন
[C] নীতি আয়োগ
[D] লোকায়ুক্ত

8. কোন সুলতান সর্বপ্রথম জমি জরিপ ব্যবস্থা করেন?
[A] আলাউদ্দিন খলজি
[B] সিকান্দার লোদি
[C] শেরশাহ
[D] আকবর

9. কোন ভারতীয় শাসক সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেন?
[A] গায়কোয়াড়(বরোদা)
[B] নিজাম( হায়দ্রাবাদ)
[C] সিন্ধিয়া(গোয়ালিয়র)
[D] অযোধ্যার নবাব

10. কোথায় নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় পতাকা উড়িয়েছিলেন?
[A] ইম্ফল
[B] পোর্ট ব্লেয়ার
[C] কোহিমা
[D] দিল্লি

11. নিম্নলিখিত মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?
[A] এ.ভি আলেকজান্ডার
[B] ওয়াভেল
[C] পেথিক লরেন্স
[D] স্ট্যাফোর্ড ক্রিপস

12. কোন পত্রিকাটি বৈপ্লবিক কার্যকলাপের সাথে জড়িত নয়?
[A] ইয়ং ইন্ডিয়া
[B] যুগান্তর
[C] সন্ধ্যা
[D] গদর

13. কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে গান্ধীজী সভাপতিত্ব করেন?
[A] করাচি
[B] লাহোর
[C] কাকিনাড়া
[D] বেলগাঁও

14. সুন্দরী গাছের শ্বাসমূলের চলন হলো একপ্রকার-
[A] অনুকুল আলোকবর্তী
[B] অনুকুল অভিকর্ষবর্তী
[C] প্রতিকূল অভিকর্ষবর্তী
[D] তির্যক অভিকর্ষবর্তী

15. কার্য করার সামর্থ্য কে বলা হয়?
[A] শক্তি
[B] বল
[C] দূরত্ব
[D] সরণ

16. ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রভাষা সম্পর্কে বলা আছে?
[A] 336
[B] 339
[C] 343
[D] 341

17. তরুণের স্বপ্ন প্রকল্পটিতে পশ্চিমবঙ্গ সরকার ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে প্রদান করে-
[A] মোবাইল
[B] সাইকেল
[C] ট্যাব
[D] বইখাতা

18. ইউনিসেফ এর সাথে কোন সামাজিক মাধ্যমটি শিশুদের ডিজিটাল জগতকে সুরক্ষিত করার জন্য যুক্ত হয়েছে?
[A] ফেসবুক
[B] গুগল
[C] ইনস্টাগ্রাম
[D] টুইটার

19. দুই হাজার কুড়ি সালে টোকিও অলিম্পিকে সবথেকে বেশি সোনা জিতেছে কোন দেশ?
[A] আমেরিকা
[B] রাশিয়া
[C] চিন
[D] জাপান

20. ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
[A] বার্ন
[B] জেনেভা
[C] লন্ডন
[D] দ্য হেগ

Read More:
WBP Main Exam GK Set 1
WBP Main Exam GK Set 2
WBP Main Exam GK Set 3

উত্তর সমূহঃ
1- D , 2- B , 3-A , 4- A, 5-C , 6-B , 7-C , 8- A, 9-B, 10-B, 11-B , 12-A , 13-D , 14-C , 15-A, 16-C , 17-C , 18- A , 19-A, 20- C

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career