পরীক্ষা প্রস্তুতি

কনস্টেবল মেন সম্ভাব্য প্রশ্নোত্তর, কত স্কোর করতে পারেন দেখুন

Share

আপনি কি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল মেন (WBP Constable Main) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে ২০ টি জেনারেল নলেজের প্র্যাকটিস সেট। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। ২০ টি প্রশ্নের ৪ টি করে সম্ভাব্য বিকল্প দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি আপনাকে নির্বাচন করতে হবে। ২০ টি প্রশ্নের শেষে উত্তরপত্র সংযুক্ত করা হয়েছে। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত কনস্টেবল মেন পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। West Bengal Police Constable Main Exam Practice Set.

WBP Constable Main Practice Set 1

১) নিচের কোন নদীটি সুন্দরবন অঞ্চলের নদী নয়?
[A] মাতলা
[B] গোসাবা
[C] সপ্তমুখী
[D] আত্রেয়ী

২) ভারতের মৌলিক অধিকার গুলি হল ______
[A] অবাধ ও নিরঙ্কুশ
[B] অবাধ ও নিরঙ্কুশ নয়
[C] উভয়ই সঠিক
[D] কোনটাই নয়

৩) কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত?
[A] রূপনারায়ণ
[B] হলদি
[C] দ্বারকেশ্বর
[D] বিদ্যাধরী

৪) তুর্কির মুদ্রার নাম কি?
[A] পাউন্ড
[B] লিরা
[C] পেসো
[D] শিলিং

৫) ভারতীয় সংবিধানের রচয়িতা কাকে বলা হয়?
[A] বি.আর.আম্বেদকর
[B] জওহরলাল নেহেরু
[C] মহাত্মা গান্ধী
[D] বল্লভভাই প্যাটেল

৬) বলয় পরীক্ষা নিচের কার উপস্থিতি নির্দেশ করে?
[A] HNO3
[B] H2SO4
[C] CH3
[D] HCl

৭) ভারতের রেপো রেট কে ঘোষণা করেন?
[A] RBI
[B] অর্থ মন্ত্রক
[C] IDBI
[D] রাষ্ট্রপতি

৮) স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত জোড়া কে?
[A] ১০ জোড়া
[B] ১০ টি
[C] ১২ জোড়া
[D] ১২ টি

৯) সদ্য বিশ্বের কনিষ্ঠতম দাবার গ্র্যান্ডমাস্টার শিরোপা পেয়েছে কে?
[A] প্রত্যুষ চৌধুরী
[B] স্ট্যানাল জোকোব
[C] অভিমন্যু মিশ্র
[D] অভ্যুদয় পান্ডে

১০) নীতি আয়োগ এর সিইও কে, যার কার্যকালের মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে?
[A] অমিতাভ কান্ত
[B] তরুণ বাজাজ
[C] রাজীব কুমার
[D] এন.কে.সিং

১১) ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত?
[A] আমস্টারডাম
[B] নিউইয়র্ক
[C] দ্য হেগ
[D] লন্ডন

১২) রাজবাড়ী ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত?
[A] আসাম
[B] উড়িষ্যা
[C] ত্রিপুরা
[D] রাজস্থান

১৩) এনজাইম হলো _______
[A] প্রোটিন ধর্মী
[B] কার্বোহাইড্রেটধর্মী
[C] স্টেরয়েড ধর্মী
[D] লিপিড ধর্মী

১৪) কোনটি স্বর্ণকারের সোহাগা নামে পরিচিত?
[A] সোনা
[B] হীরে
[C] বোরাক্স
[D] অম্লরাজ

১৫) তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?
[A] ক্লোরিন
[B] ব্রোমিন
[C] ফ্লুরিন
[D] সিজিয়াম

১৬) কোন কোন দেশের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়? 
[A] ভারত – বাংলাদেশ
[B] ভারত – চিন
[C] ভারত – শ্রীলঙ্কা
[D] ভারত- পাকিস্তান

১৭) কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না?
[A] কঠিন
[B] শূন্য
[C] গ্যাস
[D] জল

১৮) আকবরের বাবার নাম কি?
[A] ওমর শেখ মির্জা
[B] বাবর
[C] হুমায়ুন
[D] বাহাদুর শাহ

১৯) গান্ধী প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি?
[A] হিতবাদী
[B] ইন্ডিয়ান ওপিনিয়ন
[C] ইয়ং ইন্ডিয়া
[D] ইন্ডিয়ান মিরর

২০) পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি?
[A] পার্থ চট্টোপাধ্যায়
[B] ব্রাত্য বসু
[C] মমতা বন্দ্যোপাধ্যায়
[D] ফিরহাদ হাকিম

উত্তরপত্রঃ
1- D, 2- B, 3- B, 4- B, 5- A, 6- A, 7- A, 8- C, 9- C, 10- A, 11- C, 12- C, 13- A, 14- D, 15- C, 16- B, 17- B,18- C , 19- B , 20- B.

This post was last modified on April 25, 2022 9:14 pm

সর্ব শেষ প্রকাশিত

মে মাসে যেসব চাকরির আবেদন চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের…

1 hour ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

16 hours ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

17 hours ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

21 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

2 days ago