WBP Constable Main Syllabus 2022 | WB Police Constable Main Syllabus

WBP Constable Main Syllabus 2022: PMT ও PET পরীক্ষা পাশ করলেই চাকরিপ্রার্থীরা শুরু করবে WBP Constable Main পরীক্ষার প্রস্তুতি। তবে অনেকেই এখন থেকেই Constable Main পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।…

Published By: ExamBangla.com | Published On:

WBP Constable Main Syllabus 2022: PMT ও PET পরীক্ষা পাশ করলেই চাকরিপ্রার্থীরা শুরু করবে WBP Constable Main পরীক্ষার প্রস্তুতি। তবে অনেকেই এখন থেকেই Constable Main পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কনস্টেবল মেন পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে মেন পরীক্ষার সিলেবাস, নম্বর বিভাজন, প্রশ্নের ধরন সহ একাধিক বিষয়ে জেনে রাখা অত্যন্ত জরুরী। কারণ পরীক্ষায় পাশ করার জন্য এলোমেলো প্রস্তুতি নিলে চলবে না, পাস করার জন্য দরকার সঠিক প্রস্তুতি।

WBP Constable Main Syllabus 2022

Hello dear aspirants, Today we are going to share WBP Constable Main Syllabus 2022. WB Police Constable Main Exam Pattern, WBP Main Number division, Constable Main Negative Marking. You can download WBP Constable Main Exam Syllabus pdf. Also you can realise the best book for WBP Constable Main Exam 2022. 

West Bengal Police Constable Main Syllabus
Exam NameWBP Constable Main
BoardWBPRB
Full Marks85
No. of Questions85
Question TypeMCQ
Exam Dateupdate soon

WB Police Constable Main Syllabus

There are total 4 parts in WBP Constable Main Exam. 1. General Awareness & General Knowledge, 2. English, 3. Mathematics, 4. Reasoning.

WBP কনস্টেবল মেন সিলেবাস
Subject Marks
General awareness & General Knowledge25
English25
Arithmetic (10th standard)20
Reasoning15

পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল মেন পরীক্ষায় মোট চারটি বিষয় থেকে প্রশ্ন থাকবে। সেগুলি হল- জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ, ইংরেজি, গণিত ও রিজনিং।

বিগত বছরের Question Pattern অনুযায়ী কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, তা নীচে দেওয়া হলো। এইসব বিষয়গুলি থেকে কনস্টেবল মেন পরীক্ষার ৯০ শতাংশ প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। তাই নিচের আলোচ্য টপিক গুলি গুরুত্বের সাথে পড়লে কনস্টেবল মেন পরীক্ষা পাস করা খুব সহজ হবে।

WBP Main Full Syllabus

General awareness & General Knowledge 25 Marks
  • স্ট্যাটিক জিকেঃ উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী, নদীতীরবর্তী শহর, বিভিন্ন দেশের মুদ্রার নাম, বিভিন্ন দেশের সীমারেখা, বিভিন্ন অভয়ারণ্যের অবস্থান, বিভিন্ন রাজ্যের নৃত্য, বিভিন্ন স্থানের নাম ও উপনাম, গ্রন্থ ও রচয়িতা, সাহিত্যিক ও ছদ্মনাম, বিভিন্ন বিষয়ের জনক, বিভিন্ন গবেষণাগার, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, বিভিন্ন সদর দপ্তর, বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি, বিভিন্ন নৃত্যের সাথে যুক্ত ব্যক্তি, বিভিন্ন চরিত্র ও তাদের স্রষ্টার নাম, গুরুত্বপূর্ণ দিবস, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ঘূর্ণিঝড় সংক্রান্ত প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, এব্রিভিয়েশন।
  • ইতিহাসঃ বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল; বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা; বিভিন্ন সভা এবং প্রতিষ্ঠাতার নাম, মোঘল সাম্রাজ্য, সুলতান বংশ, ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, বিভিন্ন বইয়ের লেখক, বিভিন্ন পত্রিকার সম্পাদক, গুরুত্বপূর্ণ উক্তি ইত্যাদি।
  • ভূগোলঃ বিভিন্ন দেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের সীমারেখা, ভারত ও তার প্রতিবেশী দেশ, সৌরজগৎ, পর্বত, হিমবাহ, জলপ্রপাত, হ্রদ ও নদনদী, নদী এবং বাধঁ, গুরুত্বপূর্ণ তৃণভূমি এবং অবস্থান, বিভিন্ন ভৌগোলিক দিবস, স্থানীয় ও আঞ্চলিক বায়ুপ্রবাহ, রবি শস্য ও খারিফ শস্য, ভারত ও পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন রাজ্যের প্রধান ফসল, মহাকাশ গবেষণা ইত্যাদি।
  • বিজ্ঞান (জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান): পরিমাপক যন্ত্র, একক, আবিষ্কারক, পরমাণু গঠন (আইসোটোপ আইসোবার এবং আইসোটোন), সংকর ধাতু, আকরিক, বিভিন্ন রাসায়নিক দ্রব্যের নাম ও সংকেত, মানব দেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিটামিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ইত্যাদি।
  • সংবিধানঃ সংবিধানের পটভূমি, ধারা, মৌলিক কর্তব্য ও অধিকার, সংবিধান সংশোধনী, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, বিভিন্ন অধিকারীকে অবসরের বয়স, নিযুক্ত হওয়ার বয়স ইত্যাদি।
  • কারেন্ট অ্যাফেয়ার্সঃ বিভিন্ন কোম্পানির CEO, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম, সাম্প্রতি কে কোন পদে আছেন, গুরুত্বপূর্ণ পুরস্কার প্রাপক, বিভিন্ন খেলার আয়োজনকারী দেশ ও সাল, গুরুত্বপূর্ণ প্রয়াণ, বই প্রকাশ, সাম্প্রতিক খেলাধুলা থেকে প্রশ্ন ইত্যাদি।
  • কম্পিউটারঃ Constable & SI 2 in 1 Suggestion বই থেকে ১০০ টি সাজেস্টিভ প্রশ্নোত্তর।
English 25 Marks
  • Articles
  • Preposition
  • Tense
  • Voice change
  • Narration change
  • Parts of speech
  • Degree
  • One word substitution
  • Idiom phrase
  • Synonyms and antonyms
  • Sentence arrangement
  • Phrasal verbs
  • Suffix Prefix
  • Correctly spelt
  • Error correction

Arithmetic (10th standard) 20 Marks
  • সংখ্যা (Number)
  • (বিভাজ্যতা)
  • বর্গ- বর্গমূল ও ঘন- ঘনমূল
  • ভগ্নাংশ
  • সরলীকরণ
  • ল.সা.গু. ও গ.সা.গু.
  • ত্রৈরাশিক
  • গড়
  • শতকরা
  • লাভ- ক্ষতি
  • অনুপাত ও সমানুপাত
  • মিশ্রন
  • সরল সুদ
  • চক্রবৃদ্ধি সুদ
  • সমাহার বৃদ্ধি ও হ্রাস
  • সময় ও দূরত্ব
  • সময় ও কার্য
  • নল ও চৌবাচ্চা
  • নৌকা স্রোত
  • অংশীদারি কারবার
  • পরিমিতি
  • ত্রিকোণমিতি
WBP Constable Main Practice Set
Reasoning 15 Marks
  • সংখ্যা শ্রেণি (number series)
  • অক্ষর শ্রেণী (alphabet series)
  • শ্রেণী বিভাজন (classification)
  • সামঞ্জস্য বিধান বা সাদৃশ্য (analogy)
  • কোডিং, ডিকোডিং
  • দিক নির্ণয়
  • পারিবারিক সম্পর্ক নির্ণয় (blood relation)
  • বিন্যাস ও ক্রম
  • লুপ্ত সংখ্যা নির্ণয়
  • প্রতিবিম্ব (দর্পন)
  • ভেনচিত্র
  • ক্যালেন্ডার
  • ঘড়ি
  • ঘনক ও ছক্কা
  • Counting figure
  • চিত্র সম্পূর্ণকরণ

WBP Constable Main Exam other details

WBP Constable Main Exam 2022
Duration1 hrs/ 60 min
Negative Marking0.25
Exam LanguageBengali & Nepali (except English subject)

WBP Constable Syllabus: Download Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career