পরীক্ষা প্রস্তুতি

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২

Share

WBP Constable Practice Set 2024:পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBP Constable Practice Set 2024

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBP Constable Practice Set in Bengali

WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 2

1. ডেইমাকাস নিম্নের কোন সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন?

[A] চন্দ্রগুপ্ত মৌর্য
[B] বিন্দুসার
[C] অশোক
[D] কনিষ্ক

উত্তরঃ [B] বিন্দুসার

2. আইহোল প্রশস্তির রচিত হলেন—

[A] রবিকীর্তি
[B] হরিষেণ
[C] বিহ্লণ
[D] কল্হন

উত্তরঃ [A] রবিকীর্তি

3. স্বপ্নবাসবদত্তার রচিত হলেন?

[A] কালিদাস
[B] ভাস
[C] ভবভূতি
[D] রাজশেখর

উত্তরঃ [B] ভাস

4. মহম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন?

[A] দৌলতাবাদ
[B] কালিঞ্জর
[C] কনৌজ
[D] লাহোর

উত্তরঃ [A] দৌলতাবাদ

5. বাহমনী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত গোয়াকে বিজয়নগর রাজ্যের কোন শাসক অধিকার করে নেন?

[A] প্রথম হরিহর
[B] দ্বিতীয় হরিহর
[C] দ্বিতীয় বুক্কা
[D] দ্বিতীয় দেবরায়

উত্তরঃ [B] দ্বিতীয় হরিহর

6. স্যার থমাস রো যিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন তিনি কার দূত ছিলেন?

[A] দ্বিতীয় চার্লস
[B] প্রথম জর্জ
[C] প্রথম জেমস্
[D] দ্বিতীয় জেমস্

উত্তরঃ [C] প্রথম জেমস্

7. ভারত সভা 1876 কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল?

[A] কোলকাতা
[B] বোম্বাই
[C] মাদ্রাজ
[D] লন্ডন

উত্তরঃ [B] বোম্বাই

8. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?

[A] আত্মারাম পান্ডুরঙ্গ
[B] তিলক
[C] অ্যানি বেসান্ত
[D] রাসবিহারী ঘোষ

উত্তরঃ [A] আত্মারাম পান্ডুরঙ্গ

9. গান্ধীজী কত সালে দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন?

[A] 1895
[B] 1894
[C] 1906
[D] 1909

উত্তরঃ [B] 1894

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার জন্য বাজারের সেরা বই 👇👇

10. কোন আন্দোলনের সময় গাড়োয়াল রেজিমেন্টের সেনাগণ বিপ্লবীদের উপর আক্রমণ করতে রাজি হয়নি?

[A] খিলাফৎ আন্দোলন
[B] অসহযোগ আন্দোলন
[C] আইন অমান্য আন্দোলন
[D] ভারত ছাড় আন্দোলন

উত্তরঃ [C] আইন অমান্য আন্দোলন

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৯

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

3 hours ago

SSC নিয়োগ দুর্নীতির আঁচ রাজ্যের কলেজ সার্ভিস কমিশনে! বাতিল হবে অধ্যাপকদের চাকরি?

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা সম্পর্কে স্পষ্ট বক্তব্য জানানো হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। ফলকনামা…

7 hours ago

WB Gram Panchayat Recruitment: গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের আবেদন শুরু হবে জুন মাসে

পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েত বিভাগের ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন শূন্যপদে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের প্রক্রিয়া…

10 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 09 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

13 hours ago

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | অনলাইনে চেক করুন উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪: অবশেষে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের…

1 day ago

HS Result 2024 LIVE | প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪, নিজের রেজাল্ট দেখে নিন

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪।…

1 day ago