পরীক্ষা প্রস্তুতি

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৬

Share

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBP Constable Practice Set 2024

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBP Constable Practice Set in Bengali

WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 6

1.নিম্নলিখিত কোন ইউরোপীয় দেশটি ভারতের পূর্ব উপকূলে কোন বসতি স্থাপন করেনি?

[A] ফরাসী
[B] ইংরেজ
[C] ডাচ
[D] দিনেমার

উত্তরঃ[D] দিনেমার

2.রয়‍্যাল সোসাইটি অফ লন্ডনের প্রথম ভারতীয় ফেলো কে ছিলেন?

[A] শ্রীনিবাস রামানুজন
[B] এ.সি. ওয়াদিয়া
[D] সি.ভি. রমন
[D] পি.সি. মহলানবিশ

উত্তরঃ[B] এ.সি. ওয়াদিয়া

3.কোলকাতা, বোম্বে ও মাদ্রাজে হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

[A] 1লা জুন 1835
[B] 26শে জুন 1862
[C] 26শে এপ্রিল 1862
[D] 1লা জানুয়ারী 1835

উত্তরঃ[B] 26শে জুন 1862

4.রায়তওয়ারি বন্দোবস্ত কোথায় চালু করা হয়েছিল?

[A] উত্তর প্রদেশ ও পাঞ্জাব
[B] উত্তরপশ্চিম সীমান্ত ও পাঞ্জাব
[C] মাদ্রাজ ও বোম্বে
[D] বাংলা ও বিহার

উত্তরঃ[C] মাদ্রাজ ও বোম্বে

5.নীচের কোন পর্বত শ্রেনীটি কেবলমাত্র একটি রাজ্যের উপর বিস্তৃত?

[A] আরাবল্লী
[B] সাতপুরা
[C] অজন্তা
[D] সহ্যাদ্রি

উত্তরঃ[C] অজন্তা

6.নন্দাদেবী পর্বতশৃঙ্গ কোন হিমালয় গোষ্ঠীতে অবস্থিত?

[A] আসাম হিমালয়
[B] কুমায়ুন হিমালয়
[C] নেপাল হিমালয়
[D] পাঞ্জাব হিমালয়

উত্তরঃ[B] কুমায়ুন হিমালয়

7.নিম্নলিখিত কোন শহরটি কর্কট ক্রান্তি রেখার নিকটে অবস্থিত?

[A] দিল্লী
[B]যোধপুর
[C] কোলকাতা
[D] নাগপুর

উত্তরঃ [C] কোলকাতা

8.কোন রাজ্যে সেভরয় পাহাড় অবস্থিত?

[A] অন্ধ্র প্রদেশ
[B] কণটিক
[C] কেরালা
[D] তামিলনাড়ু

উত্তরঃ[D] তামিলনাড়ু

9.দক্ষিণ-পূর্ব রেলপথ কত খ্রিঃ স্থাপিত হয়েছিল?

[A] 1951 সালে
[B] 1952 সালে
[C] 1953 সালে
[D] 1954 সালে

উত্তরঃ[B] 1952 সালে

নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী বাজারের একমাত্র ভরসা যোগ্য বই 👇👇

10.ভারতের কটি রাজ্যের সমুদ্র উপকূল রয়েছে?

[A] 7
[B] 8
[C] 9
[D] 10

উত্তরঃ[C] 9

সর্ব শেষ প্রকাশিত

এক সপ্তাহের মধ্যেই ৫০ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা! রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া চমক

চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে। "৫০ শতাংশ ডিএ…

32 mins ago

মাধ্যমিক পাশে সেরা কয়েকটি স্কলারশিপ! আবেদন শুরু হয়েগেছে এই সমস্ত স্কলারশিপের জন্য

মাধ্যমিক ফল প্রকাশের পর কয়েকটা দিন সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এবারের মাধ্যমিক…

5 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 13 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

8 hours ago

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২০

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

2 days ago

কেন্দ্রীয় জলবিদ্যুৎ দপ্তরে চলছে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন

ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি…

2 days ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 11 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

2 days ago