WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১১
এক নজরে
WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBP Constable Practice Set 2024
WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBP Constable Practice Set in Bengali
WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBP Constable Practice Set 11
1. বাংলার মেদিনীপুর জেলায় কত সালে জাতীয় সরকার তৈরী হয়েছিল?
[A] 1940
[B] 1941
[C] 1942
[D] 1943
উত্তরঃ [C] 1942
2. সি বিজয় রাঘবাচারিয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন?
[A] লক্ষ্ণৌ অধিবেশন (1916)
[B] নাগপুর অধিবেশন (1920)
[C] গয়া অধিবেশন (1922)
[D] কোনটাই নয়
উত্তরঃ [B] নাগপুর অধিবেশন (1920)
3. লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় মহাত্মাগান্ধী বন্দী হয়ে জেলে গেলে কে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন?
[A] বিনোবা ভাবে
[B] সর্দার বল্লভভাই প্যাটেল
[C] আব্বাস তৈয়বজি
[D] মৌলানা আবুল কালাম আজাদ
উত্তরঃ [C] আব্বাস তৈয়বজি
4. দয়ানন্দ সরস্বতী আসল নাম কি?
[A] অভি শংকর
[B] গৌরী শংকর
[C] দয়া শংকর
[D] মুলা শংকর
উত্তরঃ [D] মুলা শংকর
5. 1940 সালে আচার্য্য বিনোবা ভাবে কোথায় একক সত্যাগ্রহ চালু করেছিলেন?
[A] নাদিয়াড়, গুজরাট
[B] পাভনার, মহারাষ্ট
[C] আদায়ার, তামিলনাড়ু
[D] গুন্টুর, অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ [B] পাভনার, মহারাষ্ট
6. কেলেঘাই ও কংসাবতী নদীদুটি মিলিত হয়ে কোন নদীর উৎপত্তি হয়েছে?
[A] দারকেশ্বর
[B] হলদী
[C] ময়ূরাক্ষী
[D] রূপনারায়ন
উত্তরঃ[B] হলদী
7. সার্চ লাইটে যে কাঁচ ব্যবহার হয় তা হল—
[A] অবতল কাঁচ
[B] উত্তল কাঁচ
[C] সাধারণ কাঁচ
[D] কোনোটাই নয়
উত্তরঃ[A] অবতল কাঁচ
8. কোন তরলের অশুদ্ধি থাকলে, সেই তরলের গলনাঙ্ক—
[A] বৃদ্ধিপায়
[B] হ্রাসপায়
[C] একই থাকে
[D] এরা সম্পর্কিত নয়
উত্তরঃ[A] বৃদ্ধিপায়
9. কার্বন, গ্রাফাইট ও ডায়মন্ড কে একসাথে কি বলা হত?
[A] আইসোমার
[B] অ্যালোট্রপ
[C] আইসোমরফস্
[D] আইসোটোপ
উত্তরঃ[B] অ্যালোট্রপ
নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী বাজারের একমাত্র ভরসা যোগ্য বই 👇👇
10. ওয়েল অফ ভিট্রিওল’ কাকে বলা হয়?
[A] সোডিয়াম ক্লোরাইড
[B] সাইট্রিক অ্যাসিড
[C] সালফিউরিক অ্যাসিড
[D] হাইড্রোক্লোরিক অ্যাসিড
উত্তরঃ[A] সোডিয়াম ক্লোরাইড