পরীক্ষা প্রস্তুতি

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৫

Share

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBP Constable Practice Set 2024

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBP Constable Practice Set in Bengali

WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 15

1. 1947 সালে কংগ্রেসর সুরাট অধিবেশনে এর সভাপতি কে ছিলেন?

[A] লালা লজপত রায়
[B] রাসবিহারী বোস
[C] দাদাভাই নৌরজী
[D] রাসবিহারী ঘোষ

উত্তরঃ [D] রাসবিহারী ঘোষ

2. ‘দ্য প্রবলেম অফ দ্য ইস্ট’ গ্রন্থের লেখক কে?

[A] লরেন্স
[B] লিটন
[C] কার্জন
[D] চার্চিল

উত্তরঃ [C] কার্জন

3. ব্রিটিশ শাসনের কোন কমিশন ‘ফেমিন কোড’ প্রস্তুত করেন?

[A] ওয়েলবি কমিশন
[B] স্ট্র্যাচে কমিশন
[C]হান্টার কমিশন
[D] লী কমিশন

উত্তরঃ [B] স্ট্র্যাচে কমিশন

4. নিম্নলিখিত বাক্তিদের মধ্যে কে সর্বদয় এবং ভূদান আন্দোলনের সঙ্গে জড়িত?

[A] রামমোহন লোহিয়া
[B] রাজেন্দ্র প্রসাদ
[C] বিনোভা ভাবে
[D] বল্লভ ভাই প্যাটেল

উত্তরঃ [C] বিনোভা ভাবে

5. মুঘল আমলে কে অথর্ববেদ পার্সি ভাষায় অনুবাত করেন?

[A] আব্দুল হামিদ নগোরি
[B] হাজি ইব্রাহিম সরহিন্দী
[C] কাফি খান
[D] মালিক মহম্মদ জায়সী

উত্তরঃ [B] হাজি ইব্রাহিম সরহিন্দী

6. 1892 সালে ব্রিটেনের হাউজ অফ কমনস এ কোন ভারতীয় নির্বাচিত হয়েছিল?

[A] আর. সি . দত্ত
[B] মাদামকামা
[C] আর . পি . দত্ত
[D] দাদাভাই নৌরজী

উত্তরঃ [D] দাদাভাই নৌরজী

আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৪

7. মারাঠারা যে রাজস্ব নিজেদের সুরক্ষার জন্য আরোপ করেন—

[A] সরদেশমুখী
[B] চৌথ
[C] জামা
[D] আবওয়াব

উত্তরঃ [B] চৌথ

8. করমন্ডল উপকূল থেকে যে প্রধান দ্রব্যটি ডাচেরা রপ্তানী করত সেটি হল—

[A] কাপড়
[B] নীল
[C] মশলা
[D] মুক্তো

উত্তরঃ [A] কাপড়

9. কোন মুঘল সম্রাট,অসুস্থ অবস্থার পর আরোগ্য লাভ করেন এবং খোয়াজা মৈনুদ্দিন চিস্তির প্রতি কৃতজ্ঞতা স্বরুপ কর্ণে মুক্তোর কুন্ডল ধারন করতেন?

[A] হুমায়ুন
[B] আকবর
[C] জাহাঙ্গীর
[D] শাহাজাহান

উত্তরঃ [B] আকবর

10. নিম্নলিখিতদের মধ্যে কে দিল্লীর লাল কেল্লায় আই এন -এর বিচারে (1945-46) বন্দী ছিলেন না?

[A] জি.এস.ধিঁলো
[B] প্রেম সায়গল
[C] মোহন সিং
[D] শাহনওয়াজ খান

উত্তরঃ [C] মোহন সিং

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

6 hours ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

7 hours ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

11 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

14 hours ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

1 day ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের…

2 days ago