চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৩০

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBP Constable Practice Set 2024

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBP Constable Practice Set in Bengali

WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 30

1. ভারতের উপজাতি মানুষদের জন্য প্রথম আদিবাসি শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

[A] বি আর আম্বেদকর
[B] জ্যোতিবা ফুলে
[C] থাক্কার বাপ্পা
[D] গান্ধী

উত্তরঃ [C] থাক্কার বাপ্পা

2. আলিপুর বোমা মামলাতে অরবিন্দ ঘোষ কে আইনি সহায়তা করেছিলেন—

[A] মতিলাল নেহেরু
[B] চিত্তরঞ্জন দাশ
[C] লোকমান্য তিলক
[D] সুরেন্দ্রনাথ ব্যানার্জি

উত্তরঃ [B] চিত্তরঞ্জন দাশ

3. কোন আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর?

[A] আইন অমান্য আন্দোলন
[B] ডান্ডি মার্চ
[C] অসহযোগ আন্দোলন
[D] কোনোটি নয়

উত্তরঃ [A] আইন অমান্য আন্দোলন

4. হিন্দু মহাসভার প্রথম অধিবেশন 1915 সালে কোথায় হয়?

[A] হরিদ্বার
[B] এলাহাবাদ
[C] বারানসী
[D] দিল্লি

উত্তরঃ [A] হরিদ্বার

5. বাংলায় ব্রিটিশ পণ্য বয়কটের ডাক প্রথম দেন কে?

[A] কৃষ্ণ কুমার মিত্র
[B] অরবিন্দ ঘোষ
[C] মতিলাল ঘোষ
[D] এস.এন.ব্যানার্জি

উত্তরঃ [A] কৃষ্ণ কুমার মিত্র

WBP Constable Practice Set 2024

6. ‘Springing Tiger’ নামক বইটি কার বায়োগ্রাফি?

[A] ভগৎ সিং
[B] চন্দ্রশেখর আজাদ
[C] শ্যামজিতকৃষ্ণ বার্মা
[A] কৃষ্ণ কুমার মিত্র

উত্তরঃ [A] কৃষ্ণ কুমার মিত্র

7. তামিলনাড়ু রাজ্যে একাধিক বন্দর থাকার কারণ কি?

[A] এই রাজ্যে দীর্ঘতম সমুদ্রতট
[B] তীর পাথুরে নয়
[C] জলের গভীরতা
[D] তীরে কিছু উপসাগর আছে

উত্তরঃ [C] জলের গভীরতা

8. বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়—

[A] স্যাটেলাইট ইমেজারি
[B] টোপোগ্রাফিক্যাল মানচিত্র
[C] অক্সফোর্ড এটলাস
[D] জি আই এসলাস

উত্তরঃ [B] টোপোগ্রাফিক্যাল মানচিত্র

9. ‘দার্জিলিং হিমালয়ান রেলওয়ে’ কত সালে UNESCO দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা পায়?

[A] 1992
[B] 1990
[C] 1999
[D] 2000

উত্তরঃ [C] 1999

10. কাবেরী নদী কোন স্থানের ব্রহ্মাগিরি পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে?

[A] মধ্যপ্রদেশ
[B] মহারাষ্ট্র
[C] কর্ণাটক
[D] ছত্তিশগড়

উত্তরঃ [C] কর্ণাটক

পুলিশ কনস্টেবল পরীক্ষার সব আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇

WBP Constable Practice Set 2024

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ