চাকরির খবর

WBP লেডি কনস্টেবল অনলাইন ফর্ম ফিলাপ, কীভাবে আবেদন করবেন ভিডিওতে দেখে নিন

Share

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর তরফে লেডি কনস্টেবল পদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২২শে মে পর্যন্ত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। আগ্রহীরা (wbpolice.gov.in) ও (prb.wb.gov.in) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদের জন্য কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ নীচে ভিডিওতে দেখানো হয়েছে।

WBP Lady Constable form fillup

আগ্রহী প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লেডি কনস্টেবল পদে আবেদন জানানোর লিঙ্কে ক্লিক করবেন। ‘Apply online‘ অপশনে ক্লিক করলে নিউ রেজিস্ট্রেশন উইন্ডোটি ওপেন হবে। নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে প্রার্থীদের নাম, ইমেল আইডি, ফোন নম্বর, ও একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। সংশ্লিষ্ট তথ্যগুলি দেওয়া হয়ে গেলে ‘Sign up‘ অপশনে ক্লিক করবেন প্রার্থীরা। এরপর মোবাইল নম্বর ও ইমেল আইডি ভেরিফিকেশন হবে। মোবাইল বা ইমেলে আসা ওটিপি টি দিলে ভেরিফিকেশন প্রসেসটি সম্পূর্ণ হবে। এবং নতুন রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। এরপর নিজেদের ইউজার নেম (মোবাইল নম্বর) ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন প্রার্থীরা।

পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদের আবেদন পদ্ধতি মোট পাঁচটি ধাপে সম্পূর্ণ হবে।

প্রথম  ধাপ: পার্সোনাল ডিটেলস যেখানে নিজেদের ব্যক্তিগত তথ্যগুলি দিতে হবে প্রার্থীদের। সেগুলি হলো, যে পদের জন্য আবেদন জানানো হচ্ছে, প্রার্থী কোন রাজ্যের বাসিন্দা, প্রার্থীর জেন্ডার, বৈবাহিক অবস্থান, বাবার নাম, মায়ের নাম, স্বামীর নাম(যদি বিবাহিত হন) ক্যাটাগরি, জন্মতারিখ, দশম শ্রেণী উত্তীর্ণ কিনা, কোন বছরে উত্তীর্ণ, কোন বোর্ড থেকে উত্তীর্ণ, কত শতাংশ নম্বর নিয়ে পাশ করেছিলেন, প্রার্থীর কমিউনিটি (যদি থাকে) ইত্যাদি।

দ্বিতীয় ধাপ: Communication and other details এ প্রার্থীদের ঠিকানা, জেলা, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিন কোড, নিকটবর্তী রেলওয়ে স্টেশন, যোগাযোগের ঠিকানা, ধর্ম, প্রার্থী কোন ভাষায় লিখতে ও পড়তে জানেন, প্রার্থী কোনও সরকারি দপ্তরে কর্মরত কিনা, প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি অনুসন্ধান চলেছিল কিনা, ইত্যাদি।

তৃতীয় ধাপ: ডকুমেন্ট আপলোড এ প্রার্থীদের ছবি ও সাক্ষর আপলোড করতে হবে। ছবির ফাইটির সাইজ হতে হবে ১০ থেকে ৫০kb এর মধ্যে। আর সাক্ষরের ফাইলটির সাইজ হতে হবে ১০ থেকে ৩০kb এর মধ্যে।

চতুর্থ ধাপ: এই ধাপে গোটা ফর্মটি একবার চেক করে নেবেন প্রার্থীরা। সাথে কোথাও ভুল থাকলে এডিট করে নিতে পারবেন। এরপর আবেদন ফি পেমেন্ট করলে আবেদন প্রসেসটি সম্পূর্ণ হবে।
আবেদন জানানোর জন্য SC, ST প্রার্থীদের কোনোও ফি প্রদান করতে হবে না। কেবল প্রসেসিং ফি বাবদ ২০/- টাকা জমা করতে হবে। এছাড়া অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের আবেদন ফি ১৫০/- টাকা সাথে প্রসেসিং ফি নিয়ে মোট ১৭০/- টাকা জমা করতে হবে।

WBP Lady Constable Syllabus: Download Now

পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদে কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ নিচের ভিডিওতে দেওয়া হলো। পুরো ভিডিওটি অবশ্যই দেখে নেবেন প্রার্থীরা।

 

পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদে আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে ০১/০১/২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে, তফশিলি জাতিভুক্ত প্রার্থীদের পাঁচ বছর ও ওবিসি প্রার্থীদের জন্য তিন বছরের বয়সের ছাড় রয়েছে। সংশ্লিষ্ট পদে আবেদনরত প্রার্থীদের ন্যুনতম মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে। তবে উচ্চতর যোগ্যতার ক্যান্ডিডেটরাও আবেদন জানাতে পারবেন। আবেদনরত প্রার্থীদের মধ্যে কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার চাকরিপ্রার্থীরা ছাড়া সকলকে বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। এছাড়া আবেদনরত প্রার্থীদের মধ্যে গোর্খা, গড়ওয়ালিস, রাজবংশী জনজাতি ও অন্যান্য তফশিলি জাতিভুক্ত প্রার্থীদের দৈহিক উচ্চতা হতে হবে ১৫২ সেমি আর ওজন হতে হবে ৪৫ কেজি। অন্যান্য চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেমি আর ওজন হতে হবে ৪৯ কেজি। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।

WBP Lady Constable Apply Now: Click Here

সর্ব শেষ প্রকাশিত

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 29 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

56 mins ago

WB HS Result 2024 | উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ জানিয়ে দিল সংসদ

উচ্চ মাধ্যমিক ২০২৪ -এর রেজাল্ট কবে প্রকাশ পাবে সেই নিয়ে জল্পনা চলছিল রাজ্যের শিক্ষা মহলে।…

1 day ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৬

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

2 days ago

তীব্র গরমের মধ্যেই আগামীকাল রাজ্যের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা! শেষ মুহূর্তের আপডেট দেখে নিন

তীব্র গরমের দাবদাহের মধ্য দিয়ে দিন কাটছে পশ্চিমবঙ্গবাসীর। সকাল থেকে গরমের প্রকোপ অসহ্যরকম। ইতিমধ্যেই এবছরের…

2 days ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মোবাইলের মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি তারিখে। প্রায় দীর্ঘ ২ মাস…

2 days ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 27 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

2 days ago