চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবলের আবেদন শুরু হলো, মাধ্যমিক পাশে আবেদন করুন

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর তরফে লেডি কনস্টেবল পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২২শে মে পর্যন্ত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। আগ্রহীরা (wbpolice.gov.in) ও (prb.wb.gov.in) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

বয়সসীমা: পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদে আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী, তফশিলি জাতিভুক্ত প্রার্থীদের পাঁচ বছর ও ওবিসি প্রার্থীদের জন্য তিন বছরের বয়সের ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট পদে আবেদনরত প্রার্থীদের ন্যুনতম মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে। তবে উচ্চতর যোগ্যতার ক্যান্ডিডেটরাও আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুনঃ WBP Lady Constable Syllabus 2023

[quads id=10]

শারীরিক যোগ্যতা: আবেদনরত প্রার্থীদের মধ্যে গোর্খা, গড়ওয়ালিস, রাজবংশী জনজাতি ও অন্যান্য তফশিলি জাতিভুক্ত প্রার্থীদের দৈহিক উচ্চতা হতে হবে ১৫২ সেমি আর ওজন হতে হবে ৪৫ কেজি। তবে অন্যান্য চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেমি আর ওজন হতে হবে
৪৯ কেজি।

wbp lady constable guide book 2023

আবেদন জানাবেন কিভাবে?

১) আগ্রহী প্রার্থীদের প্রথমে (wbpolice.gov.in) অথবা (prb.wb.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর লেডি কনস্টেবল পদে আবেদন জানানোর লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এবার আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করতে হবে।

৪) আবেদন ফি পেমেন্ট করতে হবে।

৫) আবেদনপত্রটি সাবমিট করে ভবিষ্যতের জন্য একটি কপি ডাউনলোড করে রেখে দিতে হবে।

[quads id=10]

আবেদন ফি: আবেদন জানানোর জন্য SC, ST প্রার্থীদের কোনোও ফি প্রদান করতে হবে না। কেবল প্রসেসিং ফি বাবদ ২০/- টাকা জমা করতে হবে। এছাড়া অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের আবেদন ফি ১৫০/- টাকা সাথে প্রসেসিং ফি নিয়ে মোট ১৭০/- টাকা জমা করতে হবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে ১৪২০ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ হবে। পাঁচটি ধাপে পরীক্ষা পদ্ধতিটি পরিচালনা করবে বোর্ড। যথা, প্রিলিমিনারি পরীক্ষা, ফিজিক্যাল মেসারমেন্ট টেস্ট (PMT), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET), চূড়ান্ত লিখিত পরীক্ষা, এবং ইন্টারভিউ/পার্সোনালিটি টেস্ট। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।

পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবলের আবেদন

Official Website: Apply Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ