চাকরির খবর

WBP Lady Constable Recruitment: লেডি কনস্টেবলের আবেদনপত্রে ভুল হয়েছে? জেনে নিন কীভাবে করবেন সংশোধন

Advertisement

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)-এর তরফে লেডি কনস্টেবল পদের আবেদনপত্র সংশোধনের জন্য এডিট উইন্ডো ওপেন করা হয়েছে। সেক্ষেত্রে লেডি কনস্টেবল পদে আবেদন জানানো প্রার্থীরা নিজেদের আবেদনপত্রে যদি কোনো ভুল করে থাকেন, তবে তা সংশোধন করে নিতে পারবেন। এডিট উইন্ডো চালু থাকবে এদিন ২৬ মে থেকে ১ জুন ২০২৩ পর্যন্ত।

আবেদনপত্রের তথ্য এডিট করবেন কীভাবে?

১) প্রার্থীদের (wbpolice.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর ‘Edit/Rectify personal information already submitted’ অপশনে ক্লিক করতে হবে।

৩) এবার ‘Click here to edit the submitted application form for the post of lady Constables in WBP, 2023’ অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুনঃ WBP Lady Constable Syllabus 2023

৪) এরপর ডিটেলস দিতে হবে ও যেটি এডিট করতে চান সেটি লিখতে হবে।

৫) তথ্য এডিট হলে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেবেন।

প্রসঙ্গত, মোট ১৪২০টি শূন্যপদে লেডি কনস্টেবল নিয়োগ করবে রাজ্য। অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের আবেদন জমা নেওয়া হয়েছিল। মোট পাঁচটি ধাপে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে।

WBP Lady Constable Recruitment

Apply Now: Click Here

Related Articles