Clerkship Preparation

WBPSC Clerkship Practice Set 2023 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২২

Share

WBPSC Clerkship Practice Set 2023: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Clerkship Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBPSC Clerkship Practice Set in Bengali

WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Clerkship Practice Set 22

1. পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে কোন কলা?
[A] ফ্লোয়েম
[B] জাইলেম
[C] ট্রাকিয়া
[D] মূল

উত্তরঃ [A] ফ্লোয়েম

2. লুসাই পর্বত শ্রেণী কোন দুই দেশের মধ্যে অবস্থিত?

[A] ভারত ও নেপাল
[B] ভারত ও মায়ানমার
[C] বাংলাদেশ ও মায়ানমার
[D] নেপাল ও ভুটান

উত্তরঃ [B] ভারত ও মায়ানমার

🟢 Clerkship পরীক্ষার যেকোনো আপডেট পাওয়ার জন্য Telegram চ্যানেল জয়েন করুন।

3. ‘দিহং- দিবং’নামক বায়োস্ফিয়ার রিজার্ভ টি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

[A] মধ্যপ্রদেশ
[B] উত্তর প্রদেশ
[C] অরুণাচল প্রদেশ
[D] অন্ধ্রপ্রদেশ

উত্তরঃ [C] অরুণাচল প্রদেশ

4. বায়ুর চাপ দ্রুত পরিবর্তন কোন যন্ত্রে ধরা পড়ে?

[A] অল্টিমিটার
[B] বার গ্রাফ
[C] অ্যান্ড্রয়েড ব্যারোমিটার
[D] হাইগ্রোমিটার

উত্তরঃ [C] অ্যান্ড্রয়েড ব্যারোমিটার

ক্লার্কশিপ পরীক্ষার সেরা গাইড বুক অর্ডার করুন নিচের ছবিতে টাচ করে।

5. শব্দ যেতে পারেনা নিচের কোন মাধ্যমে?
[A] হাইড্রোজেন গ্যাসে
[B] শূন্য মাধ্যমে
[C] জলে
[D] ইস্পাত

উত্তরঃ [B] শূন্য মাধ্যমে

আরও পড়ুনঃ ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২১

6. স্মল পক্সের টীকা কে আবিস্কার করেন?

[A] স্যার ফ্রেডারিক গ্রান্টবান্টিং
[B] স্যার আলেকজান্ডার ফ্লেমিং
[C] লুই পাস্তুর
[D] এডওয়ার্ড জেনার

উত্তরঃ [D] এডওয়ার্ড জেনার

7. ভারতে গ্রহণযোগ্য শব্দদূষণ মাত্রা কত?

[A] 10 – 15 ডেসিবেল
[B] 16 – 35 ডেসিবেল
[C] 40 – 45 ডেসিবেল
[D] 75 – 100 ডেসিবেল

উত্তরঃ [C] 40-45 ডেসিবেল

8. শ্বসনের সময় শক্তি সংশ্লেষিত হয় _________ থেকে।

[A] ক্লোরোফিল
[B] ATP
[C] DNA
[D] RNA

উত্তরঃ [B] ATP

9. অটোমোবাইল কারখানা থেকে নির্গত কোন বর্জ্য পদার্থের কারণে ক্যান্সার হয়?

[A] নাইট্রোজেনের অক্সাইড সমূহ
[B] কার্বন মনোক্সাইড
[C] পলি সাইক্লিক হাইড্রোকার্বন
[D] লেড

উত্তরঃ [D] লেড

10. অক্টোপাসের হৃৎপিণ্ডের সংখ্যা কয়টি?

[A] 1
[B] 2
[C] 3
[D] 4

উত্তরঃ [C] 3

🟢 Clerkship পরীক্ষার Free Mock Test দিতে WhatsApp গ্ৰুপে জয়েন করুন।

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১১

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

13 mins ago

বদল হবে না WBCS -এর সিলেবাস! পরীক্ষা হবে জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে

রাজ্য পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলির মধ্যে অন্যতম পরীক্ষা হলো ডব্লিউবিসিএস পরীক্ষা।…

37 mins ago

অষ্টম শ্রেণী পাশে চুক্তিভিত্তিক কাজের সুযোগ, মাসিক বেতন ২০ হাজার টাকা

কোচিন শিপইয়ার্ড লিমিটেড কোম্পানিতে চাকরির সুযোগ। অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোম্পানির ক্যান্টিনে…

7 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 15 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

10 hours ago

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২১

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

1 day ago

ভারতের জাতীয় প্রতীক | National Symbol of India

ভারতের জাতীয় প্রতীক: ১৯৪৭ সালে তদানীন্তন ব্রিটিশ সরকারের থেকে দেশ ভাগের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে…

1 day ago