Clerkship Preparation

WBPSC Clerkship Syllabus 2023 | ক্লার্কশিপ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস দেখে নিন

এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ক্লার্কশিপ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটি উল্লেখ করা হল। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

Advertisement

WBPSC Clerkship Syllabus 2023: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) দ্বারা আয়োজিত একটি গুরুত্ত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা হল ক্লার্কশিপ পরীক্ষা। সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লার্কশিপ পরীক্ষা ২০২৩ (WBPSC Clerkship Recruitment Notice) -এর বিজ্ঞপ্তি প্রকাশ করছে। পশ্চিমবঙ্গের বহু চাকরিপ্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে। ইতিমধ্যে আবেদন শুরুর তারিখ প্রকাশ হয়েছে। যদিও মোট শূন্যপদের সংখ্যা এখনও প্রকাশ হয়নি, তাও পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের মধ্যে এই নিয়োগ নিয়ে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। তাই আবেদন করার আগে আপনাকে জেনে নিতে হবে কি বিষয়ের ওপর এই নিয়োগের পরীক্ষা হয়? তাহলে আসুন আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক ক্লার্কশিপ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস (WBPSC Clerkship Syllabus 2023 PDF)।

WBPSC Clerkship Syllabus 2023

রিক্রুটমেন্ট বোর্ডপশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
পরীক্ষার নামক্লার্কশিপ
যোগ্যতামাধ্যমিক পাশ
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদন শুরু ৮ /১২/২০২৩
আবেদন শেষ ২৯/১২/২০২৩
নিয়োগ প্রক্রিয়াপ্রিলিমিনারি এবং মেন্ পরীক্ষা
পূর্ণমান১০০
সময়১ ঘন্টা ৩০ মিনিট
অফিসিয়াল ওয়েবসাইটwbpsc.gov.in

WBPSC Clerkship Syllabus PDF Download

যে দুটি ধাপে ক্লার্কশিপ পরীক্ষা আয়োজিত হয় তার প্রথমটি হল প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষাটি মোট ১০০ নম্বরের হয়। এই পরীক্ষার প্রশ্নগুলি অবজেক্টিভ টাইপ। প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান হয় ১। প্রশ্নপত্র ইংরেজি এবং বাংলা ভাষাতে হয়।

WBPSC Clerkship Question Paper: Download Now

বিষয়প্রশ্নসংখ্যামোট নম্বর
ইংরেজি৩০৩০
জেনারেল স্টাডিজ৪০৪০
এরিথমেটিক৩০৩০
মোট১০০১০০

WBPSC Clerkship Syllabus

WBPSC Clerkship Preliminary Syllabus 2023

প্রথম ধাপে আয়োজিত প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্ন আপনারা ইতিমধ্যে দেখলেন। এবার নিচের টেবিলে দেখে নিন ক্লার্কশিপ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ এই পরীক্ষায় কোন কোন বিষয়বস্তু থেকে প্রশ্ন আসে। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হবে ১/৪ হিসেবে অর্থাৎ, চারটি প্রশ্নের উত্তর ভুল দিলে মূল প্রাপ্ত নম্বরের থেকে ১ নম্বর মাইনাস হবে।

ইংরেজি (English)শব্দের সঠিক ব্যবহার, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাক্য গঠন, গ্রামার এবং ভোকাবুলারি
জেনারেল স্টাডিজ (General Studies)ভারতীয় ইতিহাস, ভারতীয় ভূগোল, দৈনন্দিন বিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স
পাটিগণিত (Arithmetic)ভগ্নাংশ, দশমিক, সরলীকরণ, বিভাজ্যতা, ল.সা.গু, গ.সা.গু, অংশীদারিত্ব, গড়, অনুপাত, সরল সুদ, লাভ - ক্ষতি, সময় ও দূরত্ব, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র

Clerkship Syllabus PDF: Download Now

ক্লার্কশিপ পরীক্ষার যেকোনো আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👇👇

join Telegram

Related Articles