রাজ্যের মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ, WBPSC Fishery Extension Officer Recruitment 2021

WBPSC Fishery Extension Officer Recruitment 2021: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) -এর তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের মৎস্য দপ্তরে শতাধিক শূন্যপদে এই কর্মী নিয়োগ করা…

Published By: ExamBangla.com | Published On:

WBPSC Fishery Extension Officer Recruitment 2021: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) -এর তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের মৎস্য দপ্তরে শতাধিক শূন্যপদে এই কর্মী নিয়োগ করা হবে। WBPSC Fishery Extension Officer Recruitment 2021. West Bengal PSC Fishery Extension Officer Apply Online. WB Fishery Extension Officer Notice Download.

WBPSC Fishery Extension Officer Recruitment 2021

WBPSC Fishery Extension Officer Recruitment 2021

WBPSC Latest Recruitment Notice for Fishery Extension Officer in WEST BENGAL JUNIOR FISHERIES SERVICE GRADE-II. West Bengal Public Service Commission (WBPSC) Latest Recruitment of Fishery Extension Officer. WBPSC invites Application Fishery Extension Officer in West Bengal Junior Fisheries Service Grade- III.

আরও পড়ুন: কলেজে ক্লার্ক, গ্রূপ-ডি কর্মী নিয়োগ

Name of the Post

Fishery Extension Officer (ফিশারি এক্সটেনশন অফিসার)। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরে Fishery Extension Officer পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC).

Fishery Extension Officer Vacancy

WBPSC Fishery Extension Officer Vacancy. ফিশারি এক্সটেনশন অফিসার পদে মোট শূন্যপদ 100 টি। যাদের মধ্যে, SC- 21, ST- 6, OBC A- 10, OBC B- 7, PWD- 4, MSP- 2, UR- 50.

Salary

WBPSC Fishery Extension Officer Salary. ফিসারি এক্সটেনশন অফিসার পদের মূল বেতন- পে লেভেল 10 অনুযায়ী 32,100/- টাকা থেকে 82,900/- টাকা।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ১৩ হাজার ভলেন্টিয়ার নিয়োগ

Qualification

ফিশারি এক্সটেনশন অফিসার (Fishery Extension Officer) পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া হল। WBPSC Fishery Extension Officer Qualification.

  • a. যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মৎস্য বিজ্ঞান (Fishery Science) বিষয়ে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি পাশ।
  • b. পশ্চিমবঙ্গের মৎস্য চাষ (Fisheries), জলজ পালন (Aquaculture), জলজ উৎস (Aquatic Resources), মাছ ধরার বন্দর (Fishing Harbour) সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
  • c. আবেদনকারীকে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে এবং বলতে জানতে হবে।

Age Limit

Fishery Extension Officer পদে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বোচ্চ 39 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসেবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী সহ অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন। WBPSC Fishery Extension Officer Age Limit.

Application Process

WBPSC Fishery Extension Officer Apply Online. ফিশারি এক্সটেনশন অফিসার (Fishery Extension Officer) পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। www.wbpsc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। WBPSC Fishery Extension Officer Online Application starts from 24 February, 2021. And Online Application ends on 17 March, 2021.

Application Fess

আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসের সমস্ত চাকরির খবর

WBPSC Fishery Extension Officer Application Fees. ডব্লিউ.বি.পিএসসি. (WBPSC) ফিশারি এক্সটেনশন অফিসার (Fishery Extension Officer) পদে অনলাইনে আবেদন করার জন্য আবেদন ফি বাবদ জমা দিতে হবে 160/- টাকা। কেবল জেনারেল/ ওবিসি প্রার্থীদের Application Fee জমা দিতে হবে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি এবং 40 শতাংশের বেশি শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।

Selection Process

WBPSC Fishery Extension Officer Selection Process- Fishery Extension Officer পদে নিয়োগ করা হবে দুটি ধাপে-

  • Preliminary Screening Test (PST)
  • Personality Test/ Interview

WBPSC Fishery Extension Officer Syllabus এখনো প্রকাশিত হয়নি। Fishery Extension Officer Preliminary Exam Syllabus প্রকাশিত হলে এই পোস্টে আপডেট করে দেওয়া হবে।

Download Official Notice

WBPSC Fishery Extension Officer Official Notification Download. WB PSC Fishery Extension Officer Online Application Link is given below.

Fishery Extension Officer Apply Now- Click here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career