Food SI Preparation

WBPSC Food SI Admit Card 2024: এই ভাবে ডাউনলোড করতে হবে ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার অ্যাডমিট কার্ড, ভুল করার আগে দেখে নিন

Advertisement

WBPSC Food SI Admit Card 2024: সকল ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার্থীদের জন‍্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ১৬ এবং ১৭ মার্চ আয়োজিত ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। প্রায় ১৩ লক্ষের মত পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অনেকে ইতিমধ্যেই নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। তবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সঠিক পদ্ধতি কি? এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

WBPSC Food SI Admit Card 2024

WBPSC ‘র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ ও ১৭ মার্চ ২০২৪ অর্থাৎ শনিবার এবং রবিবার দুইদিন ধরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি মোট তিনটি সেশনে নেওয়া হবে। প্রথম সেশন – সকাল ০৯:৩০ থেকে ১১:০০ টা পর্যন্ত, দ্বিতীয় সেশন – ১২:৩০ থেকে ০২:০০ পর্যন্ত এবং তৃতীয় সেশন – বিকাল ০৩:৩০ থেকে ০৫:০০ টার মধ‍্যে পরপর দুই দিন পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য, পরীক্ষার্থীরা প্রশ্নপত্র বাড়ি নিয়ে যেতে পারবেন না।

WBPSC Food SI Admit Card 2024 Download

প্রথমে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
হোমপেজের ডানদিকের বক্সের তিন নম্বর অপশনে “DOWNLOAD ADMIT-CARD (FOR WRITTEN/ SCREENING TEST)” লেখাটির ওপর ক্লিক করুন।

WBPSC Food SI Admit Card 2024
এবার প্রদর্শিত টেবিলের ১নং “COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO THE POST OF SUB-INSPECTOR IN THE SUBORDINATE FOOD & SUPPLIES SERVICE, GRADE-III, UNDER FOOD & SUPPLIES DEPARTMENT, GOVT. OF WEST BENGAL, 2022.(ADVT NO.04/2023).” লেখাটির ডানপাশের “CLICK HERE!” লেখার ওপর ক্লিক করুন।

WBPSC Food SI Admit Card 2024
এখন প্রদর্শিত টেবিলের একেবারে ডানপাশের “Download Admit Card” লেখাটির ওপর ক্লিক করুন।

WBPSC Food SI Admit Card 2024

WBPSC Food SI Admit Card 2024

এবার নিজের Application অথবা Enrollment Id দিন, নিজের জন্মতারিখ দিন।

WBPSC Food SI Admit Card 2024
সবশেষে “Download” বটনে ক্লিক করুন।
এবার স্ক্রিনে আপনার অ্যাডমিট কার্ড দেখতে পাবেন। এটিকে সেভ করে পরিষ্কার সাদা কাগজে প্রিন্ট করে নেবেন।

WBPSC Food SI Admit Card 2024

WBPSC Food SI Admit Card 2024: Download Now

Related Articles