Food SI Preparation

WBPSC Food SI Best Book 2023 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার দুর্দান্ত গাইড বুক

Advertisement

WBPSC Food SI Best Book: ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদিও পূর্ণাঙ্গ নোটিফিকেশন আসতে কিছুটা সময় লাগবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মাত্রই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে যেকোনো পরীক্ষায় সফলতা পেতে শুরু থেকেই সঠিক প্রস্তুতি নিতে হবে। আজকের এই প্রতিবেদনে Team Exam Bangla বাংলা ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ গাইডবুক সম্পর্কে বিস্তারিত জানাবে। Food SI পরীক্ষার প্রস্তুতির মানকে উন্নত করতে এই বইটির গুরুত্ব অপরিসীম।

WBPSC Food SI Best Book

Best Book for Food SI Exam 2023: Food SI Exam প্রস্তুতির জন্য বাজারে বিভিন্ন ধরনের বই উপলব্ধ রয়েছে। কিন্তু কোন বইটা ভালো? কোন বইটি বিগত বছরের প্রশ্নকে অনুসরণ করা হয়েছে? কোন বইটি পড়লে পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যেতে পারে? কোন বইতে সাজেস্টিভ প্র্যাক্টিস সেট পাওয়া যাবে? উপরের এই প্রশ্নগুলো একজন পরীক্ষার্থীর মনে সব সময় ঘোরাফেরা করতে থাকে। সব প্রশ্নের উত্তর থাকবে আজকের এই প্রতিবেদনে।

Food SI পরীক্ষার প্রস্তুতির জন্য যে বইয়ের কথা বলব সেটি হল Exam Bangla Publication প্রকাশিত “WBPSC Food SI Guidance Guru”, (A Perfect Guide Book for your Food SI Exam). বইটি সম্পাদনা করেছেন Koushik Roy (CDPO, WBCS).

Food SI Book 2023

WBPSC Food SI Book by Exam Bangla

বইটিতে কি কি রয়েছে বিস্তারিত নিচে দেওয়া হল (WBPSC Food SI Best Book Content) 👇👇👇

১) এই বইটি Food SI পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করে তৈরি করা হয়েছে।
২) বইটিতে প্রতিটি বিষয়ে বিগত বছরের প্রশ্নোত্তর অনুসরণ করা হয়েছে।
৩) বিগত বছরের প্রশ্নোত্তর ও গণিতের সমাধান করা রয়েছে।
৪) বিগত বছরের প্রশ্নপত্রের অ্যানালাইসিস করা রয়েছে, অর্থাৎ বিগত বছরের কোন কোন বিষয় থেকে কতগুলি প্রশ্ন এসেছে তা আলোচনা করার রয়েছে।
৫) বইটিতে প্রতিটি বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ টপিক গুলি যেন খুব সহজে মনে থাকে তাই চার্ট ও টেবিলের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে।
৬) বইটিতে রয়েছে ফ্রী ৫ টি প্র্যাকটিস সেট। প্রতিটি সেটের সমাধান করে দেওয়া রয়েছে।

Food SI Syllabus Download: Click Here

একটি বইয়ের পূর্ণাঙ্গ রিভিউ লিখে জানানো প্রায় অসম্ভব। বইটিতে আরও কি কি তথ্য রয়েছে নিচের ভিডিও রিভিউতে দেখে নিন 👇👇👇

Exam Bangla Publication -এর বই কেন ভালো হয়?

যেহেতু আপনি পশ্চিমবঙ্গের একজন চাকরি পরীক্ষার্থী তাই অবশ্যই Exam Bangla Publication -এর প্রকাশিত বই গুলির কথা জানেন। Exam Bangla Publication -এর প্রতিটি বই বাজার চলতি আর পাঁচটা বইয়ের থেকে যথেষ্ট উন্নতমানের হয়ে থাকে। Food SI বইটিও তার ব্যতিক্রম নয়। Exam Bangla Publication -এর সম্মানীয় টিম বইয়ের গুণগতমানকে উন্নত করার জন্য অনবরত কাজ করে চলেছেন। এই প্রকাশনা সংস্থার প্রায় অধিকাংশ বইয়ের ক্ষেত্রে পরীক্ষায় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত প্রশ্ন কমন আসে। তাই বাজার চলতি অন্যান্য বই গুলির থেকে Exam Bangla Publication -এর বই অনেক ভালো হয়ে থাকে।

WBPSC Food SI পরীক্ষার Free Mock Test -এর জন্য আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন- Click Here

তবে ‘Food SI Guidance Guru’ বইটি থেকে ফুড সাব ইন্সপেক্টর (Food Sub Inspector) পরীক্ষায় প্রশ্ন কমন আসবে এমন ভেবে বইটি সংগ্রহ করা উচিত নয়। পরীক্ষায় প্রশ্ন কমন আসবে কিনা তা পরীক্ষা হওয়ার পরেই জানা যাবে। তবে ভালো প্রস্তুতির জন্য একটি ভালো বই থেকে প্রস্তুতি নেওয়ার গুরুত্ব অপরিসীম। তাই নিজের প্রস্তুতির মান উন্নত করতে সংগ্রহ করুন Food SI Guidance Guru বইটি।

বইটি কোথায় পাওয়া যাবে?

এই বইটি অনলাইন এবং অফলাইনে সংগ্রহ করা যাবে। অনলাইনে Amazon, Flipkart -এর পাশাপাশি Exam Bangla Publication -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও বইটি সংগ্রহ করা যাবে। কলকাতা কলেজ স্ট্রিটে সন্দীপ বুক সেন্টার, চক্রবর্তী বুক ষ্টল, জয়শ্রী কম্পিটিটিভ সহ বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে। Exam Bangla Publication -র ওয়েবসাইটে এই মুহূর্তে বইটির ওপর একটি ডিসকাউন্ট চলছে। বইটি মাত্র ২৪৯ টাকায় অর্ডার করতে পারবেন, আলাদা করে কোনোরূপ ডেলিভারি চার্জ দিতে হবে না। অর্ডার করার সময় কুপন কোড ব্যবহার করবেন EB10

বই অর্ডার করার লিংক নিচে দেওয়া হলো-

Exam Bangla Buy Link: Click Here
Amazon Buy Link: Click Here
Flipkart Buy Link: Click Here

অর্ডার সম্পূর্ণ হওয়ার পর আপনি ইমেইল আইডিতে অর্ডারের কনফারমেশন পাবেন, অর্ডার করার এক দিনের মধ্যেই আপনার বইটি সংস্থার তরফ থেকে শিফট করা হবে। কমবেশি ৪ থেকে ৫ দিনের মধ্যে বইটি আপনি হাতে ডেলিভারি পাবেন।

আরও পড়ুনঃ WBPSC Food SI পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন?

WBPSC Food SI Guide Book with FREE Practice Set

Book Title: WBPSC Food SI Guidance Guru
Publisher: EXAM BANGLA PUBLICATION
Chief Editor: Koushik Roy; (CDPO, WBCS Officer)
Pages: 312
MRP: Rs. 430/-
Discount Price- 249 (Coupon Code- EB10)
Delivery time- within 4 to 5 days

join Telegram

Related Articles