WBPSC Food SI Exam Date | ফুড সাব-ইন্সপেক্টার নিয়োগের পরীক্ষা কবে? প্রকাশ্যে এল নতুন তারিখ
WBPSC Food SI পরীক্ষার ফর্ম ফিল-আপ শেষ হয়েছে গত ২০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে। দীর্ঘদিন সময় অতিক্রান্ত হলেও সংশ্লিষ্ট নিয়োগের পরীক্ষা নিয়ে বিশেষ কোনো আপডেট দেয়নি কমিশন। তবে কমিশনের বিশেষ সূত্র মারফৎ নতুন একটি তারিখ উঠে এল প্রকাশ্যে। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে গত ২৩ আগস্ট, ২০২৩ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে মোট ৪৮০ টি শূন্যপদে ফুড সাব-ইন্সপেক্টার নিয়োগের কথা বলা হয়েছিল। কমিশনের বিজ্ঞপ্তির পর রাজ্যের কয়েক লক্ষ চাকরিপ্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন। গত ২০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী রাজ্যের প্রায় ১৩ লক্ষ চাকরিপ্রার্থী নিজেদের আবেদন জানিয়েছেন।
ফর্ম ফিল-আপ শেষের পর কেটে গিয়েছে দীর্ঘ ৩ মাস সময়। এই দীর্ঘ সময়ে উক্ত নিয়োগের পরীক্ষা নিয়ে কোনো আপডেট জানায়নি পাবলিক সার্ভিস কমিশন। সংশ্লিট মহলে ১৪ জানুয়ারি, ২০২৪ তারিখটি নিয়ে চর্চা হয়েছে বিস্তর। উক্ত তারিখে যদি পরীক্ষা আয়োজন করা হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রকাশ পাওয়ার কথা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই। এখনও পর্যন্ত কমিশনের তরফে এই বিষয়ে কোনো পরিকল্পনা লক্ষ করা যায়নি। সেক্ষেত্রে এটি প্রায় নিশ্চিত যে আগামী ১৪ জানুয়ারি, ২০২৪ তারিখে রাজ্যের ফুড সাব-ইন্সপেক্টার নিয়োগের পরীক্ষা আয়োজিত হবে না।
আরও পড়ুনঃ ফুড সাব-ইন্সপেক্টার পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট
সেক্ষেত্রে কমিশনের সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে যে আগামী মার্চ মাসের মাঝামাঝি এই পরীক্ষাটি আয়োজিত হতে পারে। যদিও এখনো কোনো তারিখ কনফার্ম করেনি কমিশন। পরীক্ষার তারিখ নির্দিষ্ট হলে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত নোটিফিকেশন পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা। যদি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজিত হয় সেক্ষেত্রে মার্চ মাসের প্রথম সপ্তাহ নাগাদ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।