চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১ | WBPSC Food SI Practice Set 2023

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Team Exam Bangla ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Bangla -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট’ আপলোড করা হচ্ছে। Exam Bangla আয়োজিত WBPSC Food SI Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Food SI Practice Set in Bengali

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে প্রশ্ন থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটেও 20 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

Food SI Practice Set 1

1) কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘতম?
[A] বিহার
[B] ঝাড়খন্ড
[C] ওড়িশা
[D] আসাম

উত্তর: [B]

2) পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
[A] 8 টি
[B] 6 টি
[C] 4 টি
[D] 9 টি

উত্তর: [D]

3) পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়?
[A] দার্জিলিং
[B] কোচবিহার
[C] বক্সা ডুয়ার্স
[D] উত্তর ২৪ পরগনা

উত্তর: [C]

[quads id=10]

4) দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
[A] ইলতুৎমিস
[B] সুলতান রাজিয়া
[C] গিয়াস উদ্দিন তুঘলক
[D] কুতুবউদ্দিন আইবক

উত্তর: [D]

5) স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
[A] ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায়
[B] স্বামী বিবেকানন্দ
[C] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[D] রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: [A]

6) পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি?
[A] পুরুলিয়া
[B] পূর্ব বর্ধমান
[C] পশ্চিম বর্ধমান
[D] মুর্শিদাবাদ

উত্তর: [C]

Food SI পরীক্ষার ফ্রি মক টেস্ট পেতে টেলিগ্রামে যুক্ত হন 👇👇👇

join Telegram

7) সগৌলির সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল?
[A] 1828
[B] 1816
[C] 1820
[D] 1815

উত্তর: [B]

8) তাল শব্দের অর্থ কি?
[A] উচু এলাকা
[B] অপেক্ষাকৃত নিম্নভূমি
[C] মরুভূমি এলাকা
[D] জলাভূমি ও নিম্নভূমি

উত্তর: [D]

9) পশ্চিমবঙ্গের কোন শহরকে অর্কিডের শহর বলা হয়?
[A] কার্শিয়াং
[B] কলকাতা
[C] শিলিগুড়ি
[D] দুর্গাপুর

উত্তর: [A]

10) আধুনিক ঘোড়ার নাম কি?
[A] কাস্পিয়ান ঘোড়া
[B] ইকুয়াস
[C] জেড
[D] উপরের কোনটিই নয়

উত্তর: [B]

WBPSC Food SI Practice Set

11) টিকাকরণ পদ্ধতি কে আবিষ্কার করেন?
[A] জেমস চ্যাডউইক
[B] রবার্ট ফুল্টন
[C] থমাস এডিসন
[D] এডওয়ার্ড জেনার

উত্তর: [D]

12) কে ‘ভারতবন্ধু’ নামে পরিচিত ছিলেন?
[A] উইলিয়াম বেন্টিঙ্ক
[B] লর্ড ডালহৌসি
[C] ক্লিমেন্ট এটলি
[D] কর্নওয়ালিশ

উত্তর: [C]

[quads id=10]

13) গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল?
[A] 8 জন
[B] 7 জন
[C] 6 জন
[D] 11 জন

উত্তর: [B]

14) 1969 সালে মোট কতগুলি ব্যাংক জাতীয়করণ করা হয়?
[A] 14 টি
[B] 49 টি
[C] 21 টি
[D] 39 টি

উত্তর: [A]

15) ভারতে সবুজ বিপ্লব সবচেয়ে কার্যকরী হয় কোন ফসলের ক্ষেত্রে?
[A] ধান
[B] আখ
[C] গম
[D] পাট

উত্তর: [C]

আরও পড়ুনঃ
FOOD SI Previous Year Question Paper PDF
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য কি বই পড়বেন?

16) কে প্রস্তাবনাকে ‘ A Key to the Constitution’ বলে উল্লেখ করেছেন?
[A] সচ্চিদানন্দ সিনহা
[B] বি এন রাও
[C] বি আর আম্বেদকর
[D] আর্নেস্ট বার্কার

উত্তর: [D]

17) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
[A] ক্লিমেন্ট এটলি
[B] চার্চিল
[C] রবার্ট ওয়ালপুল
[D] কোনোটিই নয়

উত্তর: [B]

18) অর্থবিল শুধুমাত্র কোথায় পেশ করা হয়?
[A] রাজ্যসভায়
[B] লোক সভায়
[C] রাজ্যসভা ও লোকসভায়
[D] কোনোটিতে নয়

উত্তর: [B]

19) সম্প্রতি আসামের রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন?
[A] সি পি রাধাকৃষ্ণন
[B] প্রেম সিং তামাং
[C] সি ভি আনন্দ বোস
[D] বিশ্বভূষণ হরিচন্দন

[quads id=10]

উত্তর: [D]

20) স্ট্যাটিসটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে?
[A] লর্ড মেয়ো
[B] লর্ড লিটন
[C] লর্ড মিন্টো
[D] লড রিপন

উত্তর: [A]

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ