Food SI Preparation

WBPSC Food SI Practice Set 52 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

Share

WBPSC Food SI Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Team Exam Bangla ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Bangla -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Food SI Practice Set আপলোড করা হচ্ছে। Exam Bangla আয়োজিত WBPSC Food SI Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Food SI Practice Set

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

Food SI Practice Set 52

1. কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল প্রথম সাঁতরে পার করেন?

[A] অনিতা সুদ
[B] আরতী সাহা
[C] বুলা চৌধুরী
[D] বিজয়া জৈন

উত্তরঃ [B] আরতী সাহা

2. পাকিস্থানের প্রধান মন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি?

[A] মুসলিম লীগ
[B] পাক সরজমিন পার্টি
[C] তহরিক ইনসাফ
[D] পাকিস্থান পিপিলস

উত্তরঃ [C] তহরিক ইনসাফ

3. নীচের কোন নাম টি নর্মদা বাঁচাও অভিযান এর সাথে যুক্ত?

[A] মেধা পাটেকর
[B] বাবা আমেত
[C] অরুন্ধুতি রায়
[D] গুলজারিলাল নন্দ

উত্তরঃ [A] মেধা পাটেকর

4. কালপেঁচা কার ছদ্ম নাম?

[A] সুকান্ত ভট্টাচার্য
[B] সুজয় গোস্বামী
[C] শীর্ষেন্দু মুখোপাধ্যায়
[D] বিনয় ঘোষ

উত্তরঃ [D] বিনয় ঘোষ

আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

5. হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত?

[A] সার বিহীন ভাবে গাছ উৎপাদন
[B] মাটি ছাড়া গাছ উৎপাদন
[C] জল ছাড়া গাছ উৎপাদন
[D] বিনা কীটনাশকে কৃষিকার্য পরিচালনা

উত্তরঃ [B] মাটি ছাড়া গাছ উৎপাদন

6. কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পান?

[A] ভানু আথাইয়া
[B] সত্যজিৎ রায়
[C] এ আর রাহেমান
[D] গুলজার

উত্তরঃ [A] ভানু আথাইয়া

7. দ্বিতীয় হুগলী সেতুর নাম কি?

[A] রবীন্দ্র সেতু
[B] বিবেকানন্দ সেতু
[C] বিদ্যাসাগর সেতু
[D] কোনটাই নয়

উত্তরঃ [C] বিদ্যাসাগর সেতু

ফুড এসআই মক টেস্টের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন 👇

8. নীচের মধ্যে কে আসাদ ছদ্মনামে উর্দু গজল লিখতেন?

[A] ফারাজ আহমেদ
[B] তাকি মীর
[C] ফায়জ আহমেদ
[D] মির্জা গালিব

উত্তরঃ [D] মির্জা গালিব

9. দাস বংশের প্রতিষ্ঠাতা কে?

[A] কুতুবউদ্দিন আইবক
[B] ইলতুতমিস
[C] কায়কোবাদ
[D] কোনটাই নয়

উত্তরঃ [A] কুতুবউদ্দিন আইবক

10. ভারতীয় জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?

[A] তিন গারির নাইরে
[B] পিঙ্গালি ভেঙ্কাইয়া
[C] ভেঙ্কাইয়া নাইডু
[D] ভেঙ্কট নাইরু

উত্তরঃ [B] পিঙ্গালি ভেঙ্কাইয়া

সর্ব শেষ প্রকাশিত

মাধ্যমিক পাশে সেরা কয়েকটি স্কলারশিপ! আবেদন শুরু হয়েগেছে এই সমস্ত স্কলারশিপের জন্য

মাধ্যমিক ফল প্রকাশের পর কয়েকটা দিন সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এবারের মাধ্যমিক…

2 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 13 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

5 hours ago

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২০

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

2 days ago

কেন্দ্রীয় জলবিদ্যুৎ দপ্তরে চলছে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন

ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি…

2 days ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 11 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

2 days ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৯

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

3 days ago