পরীক্ষা প্রস্তুতি

WBPSC Food SI Question Paper 2024 | ফুড সাব-ইন্সপেক্টর প্রশ্নপত্র ২০২৪

Share

WBPSC Food SI Question Paper 2024: ১৬ মার্চ এবং ১৭ মার্চ আয়োজিত হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা। ৬ টি আলাদা শিফটে এই পরীক্ষা আয়োজন করা হয়েছিল। আজকের প্রতিবেদনে ৬ টি শিফটের প্রশ্নপত্র আপলোড করা হল।

WBPSC Food SI Question Paper 2024

১. পোলিও কি ঘটিত রোগ?
উত্তরঃ ভাইরাস।
২. মিনামাটা রোগের কারণ কি?
উত্তরঃ পারদ।
৩. প্লেগ রোগের মূল কারণ-
উত্তরঃ ইঁদুর।
৪. মানবদেহে অস্থির সংখ্যা কত?
উত্তরঃ ২০৬টি।
৫. বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কোন গ্যাস?
উত্তরঃ কার্বন ডাইঅক্সাইড।
৬. আলমগীর কোন মোগল সম্রাট এর নাম?
উত্তরঃ ঔরঙ্গজেব।
৭. “স্বরাজ আমার জন্মগত অধিকার” কে বলেছেন?
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক।
৮. ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য।
৯. আইহোল প্রশস্তি তে কোন রাজার কীর্তি বর্ণনা আছে?
উত্তরঃ দ্বিতীয় পুলকেশিন।
১০. দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন?
উত্তরঃ রাজিয়া সুলতানা।

১১. শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন?
উত্তরঃ গৌড়।
১২. মহাবালীপুরমের রথ মন্দিরটি কোন শাসক বংশের শাসনকালে নির্মিত হয়েছিল?
উত্তরঃ পল্লব বংশ।
১৩. আকবার নামা গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ আবুল ফজল।
১৪. তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
উত্তরঃ ১১৯১ সাল।
১৫. সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয় কোথায়?
উত্তরঃ ব্যারাকপুরে।
১৬. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
উত্তরঃ ১৫২৬ সালে।
১৭. পলাশীর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
১৮. জলে কি কি রাসায়নিক মৌল আছে?
উত্তরঃ হাইড্রোজেন এবং অক্সিজেন।
১৯. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?
উত্তরঃ সালোকসংশ্লেষ।
২০. ভিটামিন সি কিসে পাওয়া যায়?
উত্তরঃ পাতিলেবু।

২১. সাধারণ লবণের রাসায়নিক নাম কি?
উত্তরঃ সোডিয়াম ক্লোরাইড।
২২. দুধে কি থাকে?
উত্তরঃ ক্যালশিয়াম।
২৩. চিকিৎসক দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ১লা জুলাই।
২৪. গাজরে কোন ভিটামিন থাকে?
উত্তরঃ ভিটামিন-এ।
২৫. কর্নিয়া দেহের কোন অংশে অবস্থিত?
উত্তরঃ চোখ।
২৬. কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি?
উত্তরঃ দিব্য।
২৭. ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৮৫ সালে।
২৮. BRICS কি?
উত্তরঃ রাষ্ট্রসমূহের গোষ্ঠী।
২৯. ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উত্তরঃ জি. ডি. মাভালঙ্কার।
৩০. ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর।

 

WBPSC Food SI Question Paper 2024 Download

নিচে ৬ টি শিফটের প্রশ্নপত্র একটি PDF -এর মধ্যে দেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীরা ডাউনলোড অপশন থেকে প্রশ্নপত্রের PDF টি ডাউনলোড করতে পারবেন।

✅ WBPSC Food SI Question Paper 2024: Download Now

This post was last modified on March 19, 2024 11:18 am

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৯

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

6 hours ago

বাতিল হচ্ছে গরমের ছুটি? হঠাৎ নতুন আপডেট দিল শিক্ষা দপ্তর

কয়েক সপ্তাহ আগেই তীব্র দাবদাহের কারণে রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল।…

10 hours ago

ভারতীয় নৌ সেনাতে বিপুল সংখ্যক অগ্নিবীর নিয়োগ, ২৭ মে পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া

ভারতীয় নৌ সেনার পক্ষ থেকে বিপুল পরিমাণ শূন্যপদে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে।…

13 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 10 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

16 hours ago

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৯

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

1 day ago

SSC নিয়োগ দুর্নীতির আঁচ রাজ্যের কলেজ সার্ভিস কমিশনে! বাতিল হবে অধ্যাপকদের চাকরি?

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা সম্পর্কে স্পষ্ট বক্তব্য জানানো হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। ফলকনামা…

1 day ago