অন্যান্য খবর

Food SI Form Fill-up Step By Step | ফুড সাব ইন্সপেক্টার পদে আবেদন জানানোর সঠিক পদ্ধতি দেখে নিন

Share

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যের মাধ্যমিক পাশ প্রার্থীরা এই নিয়োগে অংশ নিতে পারবেন। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন গ্রহণ চলছে। ফুড এস আই পদের নিয়োগে অংশগ্রহণ করার জন্য কিভাবে আবেদন করবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হল এই প্রতিবেদনে।

Food SI Form Fill-up Step By Step

ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদন জানানোর সঠিক পদ্ধতি:

১)  আবেদনকারীদের প্রথমে (wbpsc.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) ওয়েবসাইটের ডানদিকে অবস্থিত ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে।
৩) ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে স্ক্রিনে। সেখানে ‘Apply Now’ অপশনে ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হবে। সেখানে ফুড সাব ইন্সপেক্টর পদটি সিলেক্ট করবেন, আপনার ফোন নম্বর দেবেন এবং যে ক্যাপচা কোডটি স্ক্রিনে দেখতে পাবেন সেটি ক্যালকুলেশন করে বসিয়ে দেবেন। সেটি হয়ে গেলে ‘Save & Proceed’ অপশনে ক্লিক করবেন ও নতুন একটি পেজ ওপেন হবে স্ক্রিনে।
৫) পরের পেজে এসে লগ ইন ডিটেইলস দিতে হবে প্রার্থীদের। এই পেজে পাসওয়ার্ড সেট করতে হবে ও সেটি কনফার্ম করতে হবে। তারপর ইমেইল আইডি দিতে হবে এবং সেটি কনফার্ম করতে হবে।
৬) এরপরের ধাপে নিজেদের পার্সোনাল ডিটেলসগুলি পূরণ করতে হবে। প্রতিটি তথ্য ফিলাপের সময় অবশ্যই খেয়াল রেখে পূরণ করবেন। কারণ এবছর এডিট উইন্ডোর সুবিধা দেওয়া হবে না। ফলে আবেদনকারীর তথ্য ভুল হলে তা আর কারেকশন করার সুযোগ থাকছে না। ব্যাক্তিগত তথ্য পূরণ সম্পন্ন হলে ‘Save & Proceed’ অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর ২৪ টি প্র্যাকটিস সেট

৭) এরপরের ধাপে এসে নিজেদের ঠিকানার ডিটেলস পূরণ করতে হবে। তথ্যপূরণ হয়ে গেলে ‘Save & Proceed’ অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে।
৮) এরপরের ধাপে আবেদনকারীর ছবি ও সাক্ষর আপলোড করতে হবে। খেয়াল রাখবেন ছবির সাইজ হতে হবে (3.5×4.5cm)। আর সাক্ষরের সাইজ হতে হবে 10-50kb -এর মধ্যে। আগের ধাপের ডেটা পূরণের সময় যদি কোনো ভুল হয়ে থাকে তবে আবেদনপত্র সাবমিট-এর আগে একবার এডিট করে নিতে পারবেন। ছবি ও সাক্ষর আপলোড হয়ে গেলে ‘Save & Proceed’ অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন।
৯) সমস্ত ফর্মগুলি ঠিক ভাবে পূরণ হয়েছে নাকি দেখে নিয়ে ‘Accept and Declaration’-এ ক্লিক করবেন ও ‘Save & Proceed’– করে এগিয়ে যাবেন।
১০) এরপর লগ ইন করে মাতৃভাষা সম্বন্ধীয় তথ্য,এডুকেশনাল ডিটেলস, ও এক্সাম সিটি সম্পর্কিত তথ্য-সহ বাকি গুরুত্বপূর্ন তথ্যগুলি পূরণ করে নেবেন। তথ্য পূরণ হয়ে গেলে স্ক্রিনে আপনার পুরো আবেদনপত্রটি দেখতে পাবেন ও কী কী তথ্য দিয়েছেন দেখতে পাবেন। সবটা মিলিয়ে নিয়ে ফাইনাল সাবমিট করে দেবেন।
১১) আবেদনপত্র সাবমিট হয়ে গেলে ‘Exam fees’ পেমেন্ট করবেন ও আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন।

ফুড এসআই পদে আবেদন করার জন্য যে ডকুমেন্ট গুলি লাগবে:

১. আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড/ ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র ও অন্যান্য নথিপত্র

ফুড এস আই আবেদন গ্রহণ চলবে আগামী আবেদন চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। তার আগে আবেদন সম্পন্ন করুন। এছাড়া বিস্তারিত জানতে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

This post was last modified on August 28, 2023 7:27 pm

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৯

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

9 hours ago

SSC নিয়োগ দুর্নীতির আঁচ রাজ্যের কলেজ সার্ভিস কমিশনে! বাতিল হবে অধ্যাপকদের চাকরি?

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা সম্পর্কে স্পষ্ট বক্তব্য জানানো হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। ফলকনামা…

13 hours ago

WB Gram Panchayat Recruitment: গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের আবেদন শুরু হবে জুন মাসে

পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েত বিভাগের ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন শূন্যপদে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের প্রক্রিয়া…

16 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 09 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

19 hours ago

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | অনলাইনে চেক করুন উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪: অবশেষে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের…

1 day ago

HS Result 2024 LIVE | প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪, নিজের রেজাল্ট দেখে নিন

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪।…

2 days ago