চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBSSC Group C Exam Date 2026: গ্রুপ- সি ও গ্রুপ- ডি পরীক্ষার তারিখ ঘোষণা করলো স্কুল সার্ভিস কমিশন

---Advertisement---

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) ক্লার্ক ও গ্রুপ ডি পদের জন্য বহু প্রতীক্ষিত ১ম SLST (NTS), ২০২৫ পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। এদিন ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে একটি অফিসিয়াল নোটিশের মাধ্যমে তাদের ওয়েবসাইটে এই পরীক্ষার দিনক্ষণ জানানো হয়। নিচে পরীক্ষার সময়সূচী এবং গুরুত্বপূর্ণ তথ্যাবলী বিস্তারিত আলোচনা করা হলো।

WBSSC Group C Exam Date 2026

স্কুল শিক্ষা দপ্তরের অনুমোদনক্রমে (মেমো নম্বর: 91-GA/OM-1/GA/2026), কমিশন পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করেছে।

WBSSC Group D Exam Date

পদের নাম পরীক্ষার তারিখ শুরুর সময় পরীক্ষার সময়সীমা
ক্লার্ক (Clerk) ১ মার্চ, ২০২৬ দুপুর ১২টা ১ ঘণ্টা ৫০ মিনিট
গ্রুপ ডি (Group D) ৮ মার্চ, ২০২৬ দুপুর ১২টা ১ ঘণ্টা ২০ মিনিট
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিশেষভাবে সক্ষম (VH) পরীক্ষার্থী এবং যাদের লিখতে সমস্যা রয়েছে (যারা স্ক্রাইব বা সহায়তাকারীর সাহায্য নিচ্ছেন), তাদের জন্য অতিরিক্ত সময়ের ব্যবস্থা থাকবে। এই ধরনের পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা

১) প্রবেশপত্র (Admit Card) এবং একটি আসল ফটো আইডি কার্ড (যেমন- আধার কার্ড, ভোটার কার্ড) সাথে রাখা বাধ্যতামূলক।
২) সাধারণত দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয় (সময় পরিবর্তন সাপেক্ষে) এবং গেট বন্ধ হওয়ার নির্দিষ্ট সময় থাকে। তার অন্তত এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার্থীদের।
৩) মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর, ব্লুটুথ বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
৩) ওএমআর (OMR) শিট পূরণের জন্য কালো বা নীল বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
৪) পরীক্ষাটি মূলত এমসিকিউ (MCQ) ভিত্তিক হয়।
৫) পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হল ত্যাগ করা যাবে না এবং পরীক্ষা শেষে কার্বন কপি (যদি প্রযোজ্য হয়) নিয়ে নেওয়া যাবে।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আরো নতুন তথ্য বা নির্দেশিকা জানতে নিয়মিত নজর রাখুন ExamBangla.com ওয়েবসাইটে। পরীক্ষার অ্যাডমিট কার্ড বা অন্য যেকোনো  গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তা আমাদের WhatsApp Channel -এ দ্রুত জানিয়ে দেওয়া হবে, তাই এক্ষুনি ফলো করে রাখুন: Follow Us on WhatsApp

---Advertisement---

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

---Advertisement---
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ