WBSSC Group C Practice Set in Bengali | গ্রুপ- সি ও গ্রুপ- ডি পরীক্ষার জন্য সাজেস্টিভ প্র্যাকটিস সেট

Published By: Exam Bangla | Published On:
Share:

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ২০২৬ সালের গ্রুপ সি ও ডি পদে নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীদের প্রয়োজন সঠিক প্রস্তুতি। WBSSC এর আপডেটেড সিলেবাস এবং নম্বর বিভাজন অনুসরণ করে এ বছরের পরীক্ষার্থীদের জন্য ExamBangla.com নিয়ে এসেছে WBSSC Group C & Group D Practice Set এর প্রথম সংস্করণ। এক নজরে দেখে নিন নীচে।

WBSSC Group C Practice Set in Bengali

এই প্র্যাকটিস সেটে প্রতিটি বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ প্রশ্নগুলি নতুন সিলেবাস ও Question Pattern অনুযায়ী তৈরি করা হয়েছে। আর এইরকম প্র্যাকটিস সেট নিয়মিত পেতে অবশ্যই ফলো করুন আমাদের ওয়েবসাইট।

WBSSC Group D Practice Set in Bengali

সাধারণ জ্ঞান (General Knowledge)

  1. বিশ্বের সবচেয়ে জনবহুল মহাদেশ কোনটি?
    উঃ: এশিয়া।
  2. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ হয়?
    উঃ: ১৮৭৬ সালে।
  3. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?
    উঃ: জম্মু ও কাশ্মীরের উলার হ্রদ।
  4. হান্টার শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে?
    উঃ: ১৮৮২ সালে।
  5. ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে?
    উঃ: ১৪-১৮ নম্বর ধারায়।
  6. শিলালিপি অধ্যয়নকে কী বলা হয়?
    উঃ: এপিগ্রাফি (Epigraphy)।
  7. ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি?
    উঃ: গঙ্গা নদী অববাহিকা।
  8. ভারতীয় রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন?
    উঃ: রাষ্ট্রপতি।
  9. তড়িৎ প্রবাহের একক কি?
    উঃ: অ্যাম্পিয়ার।
  10. ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি অংশ রয়েছে?
    উঃ: ২৫টি।
  11. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থবিল নিয়ে আলোচনা করা হয়েছে?
    উঃ: ১১০ নম্বর অনুচ্ছেদে।
  12. কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাঁড় বেঁকে যায়?
    উঃ: ভিটামিন D।
  13. GST-এর পূর্ণরূপ কী?
    উঃ: Goods and Services Tax।
  14. কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়?
    উঃ: ২০১৩ সালে।
  15. RAM-এর পূর্ণরূপ কী?
    উঃ: Random Access Memory।
  16. দ্রাঘিমাংশ অনুসারে, ভারতের পূর্বতম রাজ্যটি কোনটি?
    উঃ: অরুণাচল প্রদেশ।
  17. সিঙ্গলীলা জাতীয় উদ্যান নিম্নের কোন জেলায় অবস্থিত?
    উঃ: দার্জিলিং।
  18. ভারতের বিপ্লবের জননী’ কাকে বলা হয়?
    উঃ: ভিকাজি রুস্তম কামা।
  19. ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল?
    উঃ: মহারাষ্ট্র।
  20. নিম্নলিখিত কোন বলটি সংরক্ষিত বল নয়?
    উঃ: ঘর্ষণজনিত বল।
  21. LCD-এর পুরো নাম কী?
    উঃ: লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে।
  22. পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো যে উৎসেচকের সৃষ্টি করে তা হল-
    উঃ: পেপসিন (পিপসিন)।
  23. ওয়াটসন ও ক্রিক কোন আবিষ্কারের জন্য বিখ্যাত?
    উঃ: DNA-র গঠন।
  24. সালোকসংশ্লেষ পরিমাণ সবথেকে কম হয় কোন আলোতে?
    উঃ: সবুজ আলোতে।
  25. উদ্ভিদ কোশের সবথেকে গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট হল-
    উঃ: সেলুলোজ।
  26. কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটি কাচের পাত্রে রাখা যায় না, সেটি হল-
    উঃ: HF।
  27. ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হল-
    উঃ: মিথাইল আইসোথায়োসায়ানেট।
  28. জাতীয় বন্যপ্রাণী দিবস পালিত হয়-
    উঃ: ৩রা মার্চ (মার্চ 3)।
---Advertisement---

সাম্প্রতিক ঘটনাবলী (Current Affairs)

  1. কোথাকার মৌবান মধু GI Tag পেল?
    উঃ: সুন্দরবন।
  2. বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় TCS-এর স্থান কত?
    উঃ: দ্বিতীয়।
  3. “Water Warrior City”-র স্বীকৃতি পেল কোন শহর?
    উঃ: নয়ডা।
  4. ৫২০০ বছরের পুরনো হরপ্পা বসতি আবিষ্কৃত হলো কোন রাজ্যে?
    উঃ: গুজরাট।
  5. পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা কবে হয়েছিল?
    উঃ: ২২শে এপ্রিল ২০২৫।
  6. জাতীয় তাঁত দিবস কবে পালিত হয়?
    উঃ: ৭ই আগস্ট।
  7. আন্তর্জাতিক সৌর জোটের কততম সদস্য হলো মালদোভা?
    উঃ: ১০৭ তম।
  8. IPL-এ সবচেয়ে মূল্যবান দল হয়ে উঠলো-
    উঃ: RCB।
  9. কোন সালে ১৬তম জনগণনার আয়োজন করার জন্য ঘোষণা করলো কেন্দ্র?
    উঃ: ২০২৭ সালে।
  10. ২০২৫ বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল?
    উঃ: Beat Plastic Pollution।
  11. বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় কবে?
    উঃ: ২৫শে এপ্রিল।
  12. কোন ব্যাঙ্কের ডেপুটি CFO হিসেবে নিযুক্ত হলেন সন্তোষ কুমার?
    উঃ: Indusind Bank।
  13. ISSF World Cup Buenos Aires ২০২৫-এ পদক তালিকায় শীর্ষে রয়েছে কে?
    উঃ: চীন।
  14. আসামের অন্যতম প্রধান উৎসব ‘রোঙ্গালি বিহু’ কোন মাসে পালিত হয়?
    উঃ: এপ্রিল।
  15. বিশ্বের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী দেশ হয়ে উঠলো-
    উঃ: ভারত।
  16. পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারী বা মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন কে?
    উঃ: হরিকৃষ্ণ দ্বিবেদী।
  17. স্কুল এবং কলেজের পাঠক্রমে দুর্যোগ ও মহামারী ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত করতে চলেছে কোন রাজ্য সরকার?
    উঃ: ওড়িশা।
  18. এশিয়ার মধ্যে প্রথম অন্ধ পর্বতারোহী হিসাবে এভারেস্টে উঠল কে?
    উঃ: ঝাং হং (Zhang Hong)।
  19. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে?
    উঃ: আলাপন বন্দ্যোপাধ্যায়।
  20. বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে?
    উঃ: ৫ই জুন।
  21. কৃষি জমির ডিজিটাল সার্ভে করার ঘোষণা করল কোন রাজ্য সরকার?
    উঃ: তেলেঙ্গানা।
  22. International Booker 2021 জিতলেন কোন লেখক?
    উঃ: ডেভিড ডিওপ (David Diop)।
  23. 17th Sustainable Development Goals রিপোর্টে ভারতের স্থান কত?
    উঃ: ১১৭তম।
  24. পরিবেশ সংরক্ষণের উপর বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল কোন সিনেমা?
    উঃ: ওয়াটার বেরিয়াল (Water Burial)।
  25. ২০২১ সালে ১০০০ ছক্কা মারার নজির গড়লেন কোন ক্রিকেটার?
    উঃ: ক্রিস গেইল।
  26. সম্প্রতি প্রয়াত ডিঙ্ক সিং কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
    উঃ: বক্সিং।
  27. ২০২১ পুলিৎজার পুরস্কার পেলেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা?
    উঃ: মেঘা রাজাগোপালান।
  28. সম্প্রতি Naftali Bennett কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন?
    উঃ: ইজরায়েল।
  29. 2021 NATO Summit অনুষ্ঠিত হলো কোথায়?
    উঃ: ব্রাসেলস।

আরও পড়ুনঃ প্রতিদিন চাকরির খবর পড়ুন এখান থেকে

ইংরেজি (English)

  1. What is the noun form of ‘Restrict’?
    Ans: Restriction.
  2. Choose the correct plural form of ‘Daughter-in-law’:
    Ans: Daughters-in-law.
  3. Fill in the blank: A __ of lions.
    Ans: pride.
  4. Complete the sentence: She __ sea-shells by sea-shore.
    Ans: sells.
  5. Fill in the blank: Since you broke his camera, you __ buy him a new one.
    Ans: should.
  6. What does the expression ‘Janus headed’ mean?
    Ans: Hypocritical.
  7. Choose the correct option: Sita __ her mother.
    Ans: resembles.
  8. Change the voice: The gate was opened by the peon.
    Ans: The peon opened the gate.
  9. The plural form of ‘Deer’ is:
    Ans: Deer.
  10. Fill in the blank: We carved not a line, __ we raised not a stone.
    Ans: but.
  11. The noun form of ‘Break’ is:
    Ans: Breach.
  12. Antonym of ‘Imperil’:
    Ans: Safeguard.
  13. Words of same sound is?
    Ans: Homonyms.
  14. I __ never seen such a picture before.
    Ans: have.
  15. Meaning of “Chicken Feed”:
    Ans: A very small amount of money.
  16. Synonym of ‘Exhort’:
    Ans: To urge strongly.
  17. Synonym of ‘Abjure’:
    Ans: To take back.
  18. Sonia said, “You help my sister.” (Narrative Change)
    Ans: Sonia said that I helped her sister.
  19. John says, “I shall go there.” (Narrative Change)
    Ans: John says that he will go there.
  20. You should __ your bad habit of smoking.
    Ans: give up.
  21. Never __ upon the marginalized. (Phrasal Verb)
    Ans: look down.
  22. I am worried __ the exam.
    Ans: about.

আরও পড়ুনঃ WBSSC গ্রুপ- সি ও গ্রুপ- ডি পরীক্ষার তারিখ ঘোষণা হল 

---Advertisement---

পাটিগণিত (Arithmetic)

  1. একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে ৫ সেকেন্ড এবং ৬ সেকেন্ডে অতিক্রম করে। তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে?
    উঃ: ১ মিনিটে।
  2. যে বাসের গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার, সেই বাস ৬০০ কিলোমিটার যেতে কত সময় নেবে?
    উঃ: ২৪ ঘণ্টা।
  3. বার্ষিক ৫% সরল সুদে ৫০০ টাকার ৬ বছর পর সুদ-আসল কত হবে?
    উঃ: ৬৫০ টাকা।
  4. পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য ৮১ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
    উঃ: ৪১।
  5. দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে ২০% এবং ৫০% বেশী। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত?
    উঃ: ৮০%।
  6. একটি বাগানে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি গাছ আছে। বাগানে মোট গাছের সংখ্যা ৫৭৭৬ হলে, কতগুলি সারি আছে?
    উঃ: ৭৬টি।
  7. A ও B এর মাসিক বেতনের অনুপাত ৩:৫, প্রত্যেকের বেতন ২০০ টাকা করে বাড়লে অনুপাত হয় ১৩:২১, A এর বেতন কত ছিল?
    উঃ: ২৪০০ টাকা।
  8. দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে ২৮ ও ১৬ হলে, তাদের গুণফল কত?
    উঃ: ১৩২।
  9. একটি নৌকার নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে ১০ ঘণ্টা এবং প্রতিকূলে ২০ ঘণ্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘণ্টায় ৯ কিলোমিটার হলে, স্থানটির দূরত্ব কত ছিল?
    উঃ: ১২০ কিমি।
  10. এক ব্যবসায়ী ধার্যমূল্যের ওপর যথাক্রমে ৫% ও ১০% দুটি পৃথক ছাড় দেয়। তবে তার সঠিক বা একক ছাড়ের পরিমাণ কত?
    উঃ: ১৪.৫%।
  11. কত বছরে ১৫০ টাকার ৮% সরল সুদের হারের সুদ এবং ৪০০ টাকার ৪.৫% সুদের হারে ৩ বছরের সুদ সমান হবে?
    উঃ: ৯ বছর।
  12. একজন অসৎ ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতা উভয়কেই ২০% ভুল ওজন করে ঠকায়। তার প্রকৃত লাভের শতকরা হার কত?
    উঃ: ৪৪%।
  13. ৬০ লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত ২:১, কি পরিমাণ জল যোগ করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত ১:২ হবে?
    উঃ: ৬০ লিটার।
  14. রোহিত এবং সৌমেনের বয়সের পার্থক্য ১২ বছর। তাদের বয়সের অনুপাত ৩:৫। সৌমেনের বয়স কত?
    উঃ: ৩০ বছর।
  15. একটি দোকানদার ৩৬ টি পেনের বাজার মূল্য দিয়ে ৪০ টি পেন কেনেন, তিনি প্রতিটি পেন ১% লাভে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
    উঃ: ১০%।
  16. ১৬০০ টাকায় ২ বছর ৩ মাসে সুদ হয় ২৫২ টাকা, সুদের বার্ষিক হার কত?
    উঃ: 7%।
  17. ৬০ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ২:১, ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে নতুন অনুপাত ১:২ হবে?
    উঃ: ৬০ লিটার।
  18. একটি ফ্রিজের দাম ৪০০০ টাকা, কিন্তু অফ-সিজনে ৫% দাম কমে, এখন বিক্রয়মূল্য কত টাকা?
    উঃ: ৩৮০০।
  19. একটি দোকানদার ৫ টাকায় ৬ টি লেবু কিনে, ৬ টাকায় ৫ টি বিক্রি করলে তার লাভ বা ক্ষতির হার কত?
    উঃ: ৪৪% লাভ।
  20. যদি ২ ডজন আপেলের ওজন ৩ কিলোগ্রাম ৬০০ গ্রাম হয়, তবে ৩ টি বাক্স যার প্রতিটির ওজন ২৬ কিলোগ্রাম ২৫০ গ্রাম, তাতে কত আপেল ধরে?
    উঃ: ৫২৫।
  21. A কোনো কাজের ৪/৫ অংশ ২০ দিনে ও B এর সাহায্যে বাকি কাজ ৩ দিনে শেষ করে, B একাই কাজটি কত দিনে করবে?
    উঃ: ৩৭.৫ দিনে।
  22. এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের তিন গুণ। ১২ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। লোকটির বর্তমান বয়স কত?
    উঃ: ৩৬ বছর।
  23. একটি ক্লাসের ৪০ জন ছাত্রীর মধ্যে ৩০ জন ছাত্রীর গড় উচ্চতা ১৬০ সেমি এবং অবশিষ্ট ছাত্রীদের গড় উচ্চতা ১৫৬ সেমি। ক্লাসের সকল ছাত্রীর মোট গড় উচ্চতা কত?
    উঃ: ১৫৯ সেমি।
  24. যখন ১ কেজি গমের দাম ৬০ পয়সা তখন ৫ পয়সা মূল্যের বিস্কুটের ওজন ১০ গ্রাম। ১ কেজি গমের মূল্য ৭৫ পয়সা হলে ৫ পয়সা মূল্যের বিস্কুটের ওজন কত হবে?
    উঃ: ৮ গ্রাম।
  25. C ও D এর দূরত্ব ১২১ কিমি। দুই ঘাটের দুই নৌকা যথাক্রমে অনুকূলে ও প্রতিকূলে যাত্রা শুরু করল। তাদের গতিবেগ যথাক্রমে ১০ কিমি/ ঘণ্টা ও ১২ কিমি/ ঘণ্টা হলে কখন তারা মিলিত হবে?
    উঃ: ৩ টে ১০ মিনিটে।

আপনি যদি  গ্রুপ- সি বা গ্রুপ- ডি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে প্রতিদিন এরকম ফ্রী প্র্যাকটিস সেট পেতে আমাদের হোয়াটস্যাপ চ্যানেলে যুক্ত হন- Join Now

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

ANM GNM question paper pdf download 2025 | ANM GNM প্রশ্নপত্র 2025 রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬: Railway NTPC Practice Set in Bengali রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫: Railway NTPC Practice Set in Bengali রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪: Railway NTPC Practice Set in Bengali রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩: Railway NTPC Practice Set in Bengali