এক নজরে
WBSSC Group C Recruitment: পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশন বা WBSSC এর পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যালয়ের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বিপুল সংখ্যক চাকরিহারা প্রার্থী নিজেদের চাকরি ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবারে চাকরিপ্রার্থীরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করছিলেন। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
WBSSC Group C Recruitment
বেশ কয়েক বছর ধরেই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসছে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন নিয়োগের দুর্নীতির কথা। এর ফলে সুপ্রিম কোর্টের তরফে বাতিল করে দেওয়া হয় ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্যানেল। আর তারপরেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ সহ শিক্ষক-শিক্ষিকা নিয়োগের সমস্ত পদ্ধতি ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের শূন্য পদের বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য প্রকাশ্যে এসেছে।
গ্রুপ সি ও গ্রুপ ডি এর শূন্য পদ
সম্প্রতি এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষক শিক্ষিকা বহির্ভূত কর্মচারী পদ তথা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার পশিত, সরকার অনুমোদিত এবং সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলিতে এই নিয়োগ হবে বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে ২৯৮৯ টি এবং গ্রুপ ডি পদে ৫৪৮৮ টি শূন্য পদের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন।
চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে
আবেদন পদ্ধতি
WBSSC Group C Recruitment এরক্ষেত্রে আগ্রহী প্রত্যেকটি চাকরি প্রার্থীকে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি তে জানানো হয়েছিল, ২০২৫ সালের অক্টোবর মাসের ৩১ তারিখ পর্যন্ত আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন জমা করতে পারবেন। আগ্রহী চাকরি প্রার্থীদের ওই নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্রের পাশাপাশি আবেদনমূল্য জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি (WBSSC Group C Recruitment)
চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য নতুন করে নিয়োগ (WBSSC Group C Recruitment) প্যানেল গঠন করা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত এই নিয়োগের জন্য একাধিক পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। চাকরিপ্রার্থীদের এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে এবং তারপরেই রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের তরফে কর্মী হিসেবে আবার নিযুক্ত হতে পারবেন চাকরি প্রার্থীরা।
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
কবে থেকে আবেদন শুরু হচ্ছে?
এই বিষয়ে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয়েছিল ১৬/০৯/২০২৫ তারিখ থেকেই শুরু হবে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের আবেদন গ্রহণ। যদিও সেই তারিখ পেরিয়ে গেলেও পরবর্তী বিজ্ঞপ্তি বা নিয়োগের তারিখ সম্পর্কে জানানো হয়নি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখনো পর্যন্ত এই বিষয়ে কোন রকম আপডেট না আসার কারণে ধোঁয়াশার মধ্যেই রয়েছেন আগ্রহী চাকরি প্রার্থীরা।
এই বিষয়ে অফিশিয়াল ভাবে জানানো হলে আপনারা অবশ্যই Exam Bangla র মাধ্যমে সেই তথ্য জানতে পারবেন। আগামী দিনে নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য বিস্তারিত জানার জন্য www.westbengalssc.com -এই ওয়েবসাইটে নজর রাখতে পারেন।