এক নজরে
WBSSC Group C Recruitment: বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত হলো সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়গুলির শিক্ষক বহির্ভূত পদগুলির নিয়োগ বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ রাজ্যে বিপুল সংখ্যক চাকরি প্রার্থীর গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মরত অবস্থায় চাকরিহারা হয়েছিলেন। ২০২৫ সালের মধ্যেই সেই সকল প্রার্থীদের জন্য পুনরায় রাজ্য স্তরের নিয়োগ প্রক্রিয়া বা SLST পরীক্ষার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে। সেই নির্দেশ মেনে এবারে পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যালয় গুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে।
WBSSC Group C Recruitment
সম্প্রতি এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। যেখানে স্পষ্ট ভাবে উল্লেখ আছে শিক্ষক-শিক্ষিকা বহির্ভূত কর্মচারী পদ তথা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ (WBSSC Group C Recruitment) হতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার পোষিত, সরকার অনুমোদিত এবং সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলিতে এই নিয়োগ হবে বলে জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট এর নির্দেশ অনুসারেই এই নিয়োগটি হতে চলেছে।
শূন্য পদের বিবরণ:
- গ্রুপ সি (ক্লার্ক)- ২৯৮৯ টি।
- গ্রুপ ডি- ৫৪৮৮ টি।
চাকরির খবরঃ পূর্ব বর্ধমান জেলায় সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি:
আবেদনের আগ্রহী প্রত্যেকটি চাকরি প্রার্থীর উদ্দেশ্যে জানানো হয়েছে, সম্পূর্ণ অনলাইন মাধ্যমে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন পত্র জমা করতে পারবেন। এই পদের জন্য আবেদন শুরু হচ্ছে ১৬/০৯/২০২৫ বিকাল পাঁচটা থেকে। এই আবেদন গ্রহণ করা হবে ৩১/১০/২০২৫ তারিখ পর্যন্ত। প্রত্যেকটি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে আবেদনপত্র জমার পাশাপাশি ওই নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনমূল্য জমা করে দিতে হবে।
চাকরির খবরঃ পশ্চিমবঙ্গে আয়োজিত হতে চলেছে চাকরির মেলা
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
WBSSC Group C Recruitment Process
চাকরিপ্রার্থীদের নতুন করে নিয়োগের জন্য পুনরায় নিয়োগ প্যানেল গঠন করা হয়েছে। সম্পূর্ণ দুর্নীতি মুক্তভাবে এই নিয়োগের জন্য একাধিক পদক্ষেপ নেবে স্কুল সার্ভিস কমিশন। চাকরি প্রার্থীদের এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। যোগ্য চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট পদে কর্মী হিসেবে নিয়োগ করবে রাজ্য স্কুল সার্ভিস কমিশন।
প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের তরফে শিক্ষক নিয়োগের পরীক্ষা ইতিমধ্যেই আয়োজিত হয়ে গিয়েছে। চাকরিপ্রার্থীরা বিশেষত চাকরিহারা ব্যক্তিরা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য। অবশেষে স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি। যদিও আগামী দিনে আবেদন গ্রহণ শুরু হওয়ার আগে ৩১/০৮/২০২৫ তারিখে নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্যের সঙ্গে www.westbengalssc.com এই ওয়েবসাইটে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.