WBSSC Recruitment: চাকরিপ্রার্থীদের বহু প্রতিক্ষার অবসান ঘটিও অবশেষে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিশেষ শিক্ষা শিক্ষক বা স্পেশাল এডুকেশন টিচার পদে কর্মী নিয়োগের জন্য প্রয়োজনীয় পরীক্ষার ঘোষণা করা হলো। এই পদের চাকরিপ্রার্থীদের নিয়োগদের জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা পশ্চিমবঙ্গ রাজ্যের TET ২০২৫ পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি বিপুল শূন্য পদে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যাবতীয় বিস্তারিত তথ্য জানার জন্য শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
পদের নাম- বিশেষ শিক্ষা শিক্ষক।
মোট শূন্য পদের সংখ্যা- ১৯৪১টি।
কোন কোন স্তরে এই নিয়োগ হবে?
পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশনার পক্ষ থেকে “বিশেষ শিক্ষা শিক্ষক পদে নিয়োগ বিধি ২০২৪” (Recruitment of Person for Appointment to the Post of Special Education Teachers Rule 2024) নামক এই বিজ্ঞপ্তিটির প্রকাশিত করা হয়েছে। রাজ্যের মাধ্যমিক, উচ্চ প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য এই শিক্ষক নিয়োগ করা হবে। যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানানোর দুর্দান্ত সুযোগ পাচ্ছেন।
চাকরির খবরঃ নদীয়া জেলায় কেরানি পদে কর্মখালি
আবেদনের যাবতীয় যোগ্যতা
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনার পক্ষ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে, ৩১ আগস্ট ২০২৫ তারিখে স্কুল সার্ভিস কমিশনার পক্ষ থেকে প্রয়োজনীয় যোগ্যতা এবং নিয়োগের যাবতীয় শর্তাবলী প্রকাশ করা হবে। এক্ষেত্রে তাদের ইতিমধ্যেই বৈধ TET সার্টিফিকেট রয়েছে, তাদের আবেদনের বিশেষ সুযোগ দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে যোগ্য সার্টিফিকেটধারীরা প্রয়োজনে নতুন করে TET পরীক্ষায় বসতে পারবেন।
চাকরির খবরঃ LIC তে ৮৪১টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇
আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ
স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে-
- অনলাইনে আবেদন শুরু হবে- ০১/০৯/২০২৫ বিকাল পাঁচটা থেকে।
- আবেদন শেষ হবে- ২৪/০৯/২০২৫ বিকাল পাঁচটায়।
- আবেদন ফি জমা দেওয়া যাবে- ২৪/০৯/২০২৫ রাত ১১:৫৯ পর্যন্ত।
ইচ্ছুক চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন পত্র জমা করতে হবে। তাই গুরুত্বপূর্ণ নথি এবং প্রয়োজনীয় যাবতীয় তথ্য আগে থেকে নিজের কাছে গচ্ছিত রাখতে হবে। শীর্ষ আদালতের নির্দেশে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। তাই এক্ষেত্রে যথেষ্ট পরিমাণে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে পরীক্ষা হবে বলেই মনে করা হচ্ছে। এই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে।
 
				            
 
         
			 
                                 
                              
		 
		 
		 
		 
		 
		 
		 
		 
		 
		