চাকরির খবর

রাজ্যে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা

Advertisement

রাজ্য সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্ট চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- 47/P/WCDC
পদের নাম- Technical Expert
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Field of Agriculture/ Horticulture/ Animal Husbandry/ Forestry -তে Bachelor Degree সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন– প্রতিমাসে বেতন ২৫,০০০/- টাকা।

পদের নাম- Data Entry Operator
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ৭,৫০০/- টাকা।

চাকরির খবরঃ ৯২১২ শূন্যপদে কনস্টেবল নিয়োগ

join Telegram

পদের নাম- WDT
মোট শূন্যপদ- ১১ টি। (Livelihood- ১ টি/ Engineering-৫ টি/ Social Welfare- ২ টি/ Micro Enterprise- ৩ টি)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে Graduation সহ Computer Literate/ Field Experience কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১০,০০০/- টাকা।

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ৭ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৩০ মার্চ, ২০২৩

FB Join

Official Notification: Download Now
Apply Now: Click Here

Related Articles