চাকরির খবর

রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হল, আবেদনপত্র ডাউনলোড করে নিন

জেলা ভিত্তিক ভাবে রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হল। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ শুরু হল সম্প্রতি। ধাপে ধাপে প্রায় ৩৬ হাজার শূন্যপদে এই কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেইমত সরকারের চাইল্ড ডেভলপমেন্ট প্রোজেক্ট অফিসারের দপ্তর কতৃক প্রকাশ হল অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ হবে এই বিজ্ঞপ্তির দ্বারা। আবেদন পদ্ধতি, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- 105/ICDS/DJ-PUL/23

পদের নাম- অঙ্গনওয়াড়ি হেল্পার (Anganwari Helper)
মোট শূন্যপদ- ২৫ টি। (UR- ৪ টি, SC- ৯ টি, ST- ৩ টি, OBC- ৮ টি, PH- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। উচ্চতর যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।

চাকরির খবরঃ রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ

রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হল

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের এবং ইন্টারভিউ হবে মোট ১০ নম্বরের।

লিখিত পরীক্ষার সিলেবাস

■ প্রবন্ধ রচনা – ১৫ নম্বর
■ পাটিগণিত – ২০ নম্বর
■ পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা – ১৫ নম্বর
■ ইংরেজি – ২০ নম্বর
■ সাধারণ জ্ঞান – ২০ নম্বর

নতুন সিলেবাস অনুযায়ী লিখিত আমাদের বইটি অর্ডার করতে নিচের ছবিতে ক্লিক করুন ⬇⬇

রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হল

আবেদন পদ্ধতি- অফলাইন পদ্ধতিতে সম্পূর্ণ আবেদনটি জানাতে হবে চাকরিপ্রার্থীদের। সেক্ষেত্রে নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে তাতে উপযুক্ত তথ্যপূরণ করতে হবে। এরপর পূরণকরা আবেদনপত্রের সঙ্গে নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র একত্রে করে দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Block Development Officer, Office of The Block Development Office, Darjeeling Pulbazar Development Block, P .O.-Bijanbari, Dist.-Darjeeling, PIN-734201

আবেদনের শেষ তারিখ- ৫ ডিসেম্বর, ২০২৩।

রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হল

Official Notification: Download Now
Official Website: Click Here

Related Articles