চাকরির খবর: পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগের (WBPSC) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি নং- 22/ 2020 নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে (ANIMAL RESOURCES DEVELOPMENT, WB)। যেকোন ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে।
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত চাকরির খবর সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অ্যানিমেল রিসোর্সেস ডেভলপমেন্ট (Fodder)
শূন্যপদের সংখ্যা: 12 টি (UR- 3, SC- 5, ST- 1, OBC A- 2, OBC B- 0, PWD- 1)
বেতন: পে লেভেল 16 অনুযায়ী মূল বেতন 56,100/- থেকে 1,44,300/- টাকা।
বয়স: বয়স হতে হবে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2020 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: এগ্রিকালচার বা ভেটেরিনারি সায়েন্স/ এনিমেল হাজবেন্ড্রী বিষয়ে ডিগ্রী কোর্স পাশ করতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এবং এগ্রিকালচার বা ভেটেরিনারি সায়েন্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করে থাকলে অগ্রাধিকার পাবেন।
[quads id=10]
আবেদন পদ্ধতি: আবেদন করা যাবে অনলাইনে। www.wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 1 ফেব্রুয়ারি 2021 তারিখ পর্যন্ত।
আবেদন ফি: GEN, OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে 210/- টাকা। পশ্চিমবঙ্গের SC/ ST এবং 40 শতাংশের বেশি শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে না।
[quads id=10]






