চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত ৮ই মে তারিখে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ফল প্রকাশের পর কেটে গিয়েছে দীর্ঘ সময়। পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। স্কুলস্তরের শিক্ষার গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশাল অংশের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ আগ্রহ রয়েছে। দীর্ঘ সময় যাবত পশ্চিমবঙ্গের কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া অফলাইন মাধ্যমে আয়োজিত হত। সংশ্লিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কলেজগুলি তাদের নিজ দায়িত্বে ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রক্রিয়া আয়োজন করত। বিগত কয়েক বছরে এই নিয়মের বিশেষ পরিবর্তন করা হয়েছে। একটিমাত্র কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছিল উচ্চ শিক্ষা দপ্তর। তবে বিগত বছরগুলিতে বেশ কিছু পরিকাঠামোগত সমস্যা থাকার কারণে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির পরিবর্তে সংশ্লিষ্ট কলেজগুলি নিজস্ব অনলাইন পোর্টালে ছাত্র-ছাত্রীদের ভর্তির ব্যবস্থা করেছিল। চলতি বছরে এই ব্যবস্থার পরিবর্তন করে একটি মাত্র কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রক্রিয়া চালু করা হচ্ছে।
কলেজে ভর্তির প্রক্রিয়া
লোকসভা নির্বাচনের কারণে আদর্শ আচরণ বিধি লাগু থাকার ফলে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না উচ্চশিক্ষা দপ্তর। এই বিষয়ে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশজুড়ে লোকসভা নির্বাচনের আদর্শ আচরণ বিধি প্রত্যাহার হওয়ার পরেই রাজ্যের কলেজগুলিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে উচ্চশিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভর্তির পোর্টালের নাম এবং লিঙ্ক জারি করা হবে। যেই পোর্টালের মাধ্যমে রাজ্যের যে কোনো জায়গা থেকে ছাত্র-ছাত্রীরা নিজেদের পছন্দমত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে। ছাত্র-ছাত্রীদের ফর্ম ফিলাপ থেকে শুরু করে কাউন্সিলিং এবং কাউন্সিলিংয়ের পর অ্যাডমিশন পর্যন্ত সরাসরি কলেজের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন থাকবে না। ভর্তি হওয়ার পর ছাত্র-ছাত্রীরা সরাসরি শিক্ষা গ্রহণের জন্য অর্থাৎ ক্লাস করার জন্য কলেজে যেতে পারবেন। ভর্তি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট পোর্টালের কাজ প্রায় সম্পন্ন হয়েছে।
আরও পড়ুনঃ পাঠ্য বইয়ের PDF প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
উল্লেখ্য, বিগত বছরগুলিতে অফলাইনে ভর্তির প্রক্রিয়ার ফলে রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তিতে অনিয়মের অভিযোগ উঠে এসেছিল। বিভিন্ন শিক্ষক এবং ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে কলেজে ভর্তির বিষয়ে দুর্নীতির যে অভিযোগ এসেছিল সেই অভিযোগের নিষ্পত্তি করার জন্য এবং ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার উদ্দেশ্যে কেন্দ্রীয় শিক্ষানীতির গাইডলাইন অনুযায়ী এবার অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু করা হচ্ছে। নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার হলে কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন অভিযোগের সমাপ্তি ঘটানো সম্ভব হবে বলে মনে করছে উচ্চ শিক্ষা দপ্তর। একটি মাত্র পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া আয়োজন করার ফলে ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দমত কলেজ বেছে নিতে পারবেন বলেও জানিয়েছে শিক্ষা দপ্তর। এর ফলে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কলেজে গিয়ে সেই কলেজের ভর্তির ফর্ম সংগ্রহ করার সমস্যার সমাধান করা সম্ভব হবে এবং কাউন্সিলিং থেকে অ্যাডমিশন ফি প্রদান পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াতে যথেষ্ট স্বচ্ছতা আসবে।