রাজ্যে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু কবে থেকে? নির্দেশিকা প্রকাশ উচ্চ শিক্ষা দফতরের

গত ২৪ মে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অতঃপর শুরু হবে কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া। এবছর থেকে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হবে না বরং আগের নিয়মেই অনলাইনে ভর্তি হবেন পড়ুয়ারা। সম্প্রতি কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল উচ্চ শিক্ষা দফতর।
উচ্চ শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে শুরু হবে কলেজগুলির স্নাতকে ভর্তির প্রক্রিয়া। অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে অ্যাপ্লিকশন ফর্ম। সময়সীমা আগামী ১৫ জুলাই। এর মধ্যে প্রতিটি কলেজের অ্যাপ্লিকশন ফর্ম দেওয়া ও জমা নেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে মেধাতালিকা। উচ্চ শিক্ষা দফতরের তরফে সাত দফা অ্যাডভাইসারি জারি করে স্পষ্ট বলা হয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে একমাত্র মেধার ভিত্তিতে।
আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিত D.El.Ed ভর্তি প্রক্রিয়া
উচ্চ শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, যোগ্য ছাত্রছাত্রীদের ইমেল অথবা মেসেজের মাধ্যমে বিবরণ পাঠাবে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে। স্নাতকের ক্লাস শুরু হবে আগামী ১ অগাস্ট থেকে। সমস্ত ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সঠিকভাবে আবেদনপত্র ফিল আপ করে সাবমিট করবেন।