SET Answer Key 2023: প্রকাশ পেল SET পরীক্ষার অ্যানসার কি! কিভাবে দেখবেন? জেনে নিন বিস্তারিত

SET Answer Key 2023:

SET Answer Key 2023: সম্প্রতি আয়োজিত হয়েছিল স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষা। এবছর ২৪ তম ‘সেট’ পরীক্ষার আয়োজন করে রাজ্য কলেজ সার্ভিস কমিশন। আর এবার প্রকাশ পেল ‘সেট’ পরীক্ষার অ্যানসার কি। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের জানানো হচ্ছে (www.wbcsc.org.in) তে গিয়ে ‘অ্যানসার কি’ দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

‘অ্যানসার কি’ দেখবেন কিভাবে?

১) সেট পরীক্ষার অ্যানসার কি দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.wbcsc.org.in) তে যেতে হবে।
২) এরপর ‘SET QUESTION PAPERS AND ANSWER KEY’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার প্রদর্শিত পেজে ‘SET QUESTION PAPER, ANSWER KEY AND JUMBLING ORDER’ এর অন্তর্গত ড্রপ ডাউন বক্সে 2023 সালটি বেছে নিতে হবে।
৪) এরপর ওপেন হওয়া পেজে বিভিন্ন বিষয়, সিরিজ ও পেপারের ভিত্তিতে ‘অ্যানসার কি’ দেখতে পাবেন।
৫) নিজস্ব বিষয়, পেপারের ‘অ্যানসার কি’ এর পেজটি সেখান থেকে ডাউনলোড করতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন

FB Join

এ বছরের ৮ই জানুয়ারি আয়োজিত হয়েছিল ‘সেট’ পরীক্ষা। এই পরীক্ষার ১২ দিনের মধ্যে প্রকাশ পেল ‘অ্যানসার কি’। এরপর আগামী ৩১শে জানুয়ারির মধ্যে ‘অ্যানসার কি’ নিয়ে ফিডব্যাক জমা দিতে পারবেন পরীক্ষার্থীরা। ‘অ্যানসার কি’ সম্পর্কিত যে কোনোও প্রতিক্রিয়া জানাতে ([email protected]) এ মেল করতে হবে পরীক্ষার্থীদের।

Official Answer Key: Download Now