চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

ক্রেতা সুরক্ষা দপ্তরে গ্রুপ- সি পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। শূন্যপদ, শিক্ষাগত এবং আরো বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন।

পদের নাম- ইংলিশ স্টেনোগ্রাফার।
শূন্যপদ- মোট ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ, সঙ্গে স্টেনোগ্রাফি তে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। এছাড়াও বেসিক কম্পিউটার এবং কম্পিউটার টাইপিং জানতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১৫,০০০ টাকা।

চাকরির খবরঃ রাজ্যে প্রচুর শূন্যপদে আশা কর্মী নিয়োগ

[quads id=10]

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্রটি পূরণ করে প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- President, District Consumer disputes Redressal commission, Kolkata- Unit IV

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে-
১) বয়সের প্রমাণপত্র।
২) মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
৩) সম্প্রতি তোলা রঙ্গিন ফটো।

নির্বাচন পদ্ধতি- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
ইন্টারভিউর তারিখ ও সময়- ২৬/০৩/২০২২ সকাল ৯.৩০ থেকে শুরু হবে।
ইন্টারভিউর স্থান- Ground Floor of Kreta Suraksha Bhuvan, 11A,Mirza Ghalib Street,Kolkata-700087

চাকরির খবরঃ
রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাংকে পিওন নিয়োগ
ইনকাম ট্যাক্স দপ্তরে গ্রূপ-সি কর্মী নিয়োগ

[quads id=10]

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ