Inspiring Stories: ছোটবেলা থেকেই শুনতে এবং বলতে পারেনা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঈশিতা
শারীরিক প্রতিবন্ধকতাকে মুছে ফেলে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে কাঁথির ঈশিতা। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরলাম তার কঠিন অধ্যাবসায়ের কাহিনী।
কঠিন জেদ আর অধ্যাবসায়ের কাছে সর্বদাই হার মানে শারীরিক প্রতিবন্ধকতা। এই কথা আবারও একবার আমাদের প্রমাণ করে দেখালেন কাথির ঈশিতা মন্ডল। যেকোনো শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মানতে নারাজ তিনি। তাই সমস্ত বাধা এবং বিপত্তিকে অতিক্রম করে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে ঈশিতা মণ্ডল। ছোটবেলা থেকেই সম্পূর্ণ মূক এবং বধির। ছোট থেকেই সমস্ত বাধাকে অতিক্রম করে সামনে জীবনের একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চলছে জোর কদমে।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের বাসিন্দা ঈশিতা মন্ডল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাবা কাঁথি পুরসভায় অস্থায়ী কর্মী। মা সাধারণ গৃহবধূ। তাই একদিকে শারীরিক প্রতিবন্ধকতা এবং অন্যদিকে কঠিন দারিদ্র্যের সঙ্গে লড়াই চলছে ছোটবেলা থেকেই। এতকিছুর পরেও হার মানতে নারাজ ঈশিতা প্রস্তুত জীবনের সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে। ছোটবেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলে পড়াশোনা শুরু করেছিলেন। পরবর্তীতে পঞ্চম শ্রেণী থেকে তিনি কাঁথির চন্দ্রমনি ব্রাহ্ম বালিকা বিদ্যালয় এর ছাত্রী। সেখানেই বাকি ছাত্র-ছাত্রীদের সঙ্গে সাধারণ পরিবেশে পড়াশোনা শিখেছেন।
আরও পড়ুনঃ IAS প্রিয়াঙ্কা গোয়েলের সফলতার গল্প পড়ুন
সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সেই কারণে পরীক্ষার প্রস্তুতি চলছে পুরোদমে। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ঈশিতা মাধ্যমিকে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাতেও যথেষ্ট ভালো ফল করেছেন। আগামী দিনে তার লক্ষ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে কম্পিউটার নিয়ে পড়াশোনা। সেই লক্ষ্যই চলছে প্রাত্যহিক অনুশীলন। সহজে হার মেনে না নেওয়ার মানসিকতার জোরেই একদিন তিনি উচ্চশিক্ষা লাভ করে জীবনে সফলতার মুখ দেখবেন এবং তার এই অদম্য লড়াইয়ের কাহিনী আগামী দিনে অনেকের অনুপ্রেরণার কারণ হয়ে উঠবে।