ডিয়ারনেস অ্যালোওয়েন্স তথা ডিএ বৃদ্ধির সুখবর শুনতে দিনের পর দিন অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। চলতি বছরে দ্বিতীয়বারের জন্য মহার্ঘ ভাতা কবে সংশোধন হবে, তা নিয়ে সংশয় ছিল সরকারি কর্মীদের মনে। তাছাড়া, মহার্ঘ ভাতা কত শতাংশ বাড়বে সে বিষয়ে একাধিক প্রশ্নও উঠছিল। তবে সম্প্রতি যে খবর মিলছে তাতে বেশ বোঝা যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই কেন্দ্রের তরফে ডিএ বৃদ্ধির সুখবর পাবেন সরকারি কর্মীরা।
কতটা বাড়বে সরকারি কর্মীদের ডিএ? সূত্রের খবর, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে প্রকাশিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স সংক্রান্ত তথ্য থেকে দেখা যাচ্ছে, এপ্রিল মাসে সূচকের বৃদ্ধি হয়েছে ০.৭২ পয়েন্ট। মে মাসে সূচকের বৃদ্ধি ১৩৪.৭ পয়েন্ট। আর জুন মাসে সূচক বেড়ে হল ১৩৬.৪ পয়েন্ট। প্রকাশিত তথ্য থেকে আপাতত অনুমান করা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে ৩ শতাংশ। তার ফলে মহার্ঘ ভাতার পরিমাণ পৌছবে ৪৫ শতাংশে।
আরও পড়ুনঃ শীঘ্রই বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ রাজ্যে
[quads id=10]
সাধারণত, বছরে দুবার ডিএ বাড়ে সরকারি কর্মীদের। একটি জানুয়ারি মাসের সাপেক্ষে আর অন্যটি জুলাই মাসের সাপেক্ষে। গত এপ্রিলে ডিএ সংশোধন করে সরকার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ায়। যার ফলে বর্তমানে ৪২ শতাংশ ডিয়ারনেস অ্যালোওয়েন্স পান কর্মীরা। ইতিমধ্যে জুলাইয়ের ডিএ বৃদ্ধির আশায় দিন গুনছেন কর্মীরা। খবর পাওয়া যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই সে বিষয়ে ঘোষণা করতে চলেছে কেন্দ্র।
[quads id=10]







